বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhuri Dixit-Triptii Dimri: তৃপ্তির মা মাধুরী দীক্ষিত? নেপথ্যে রয়েছেন সুরেশ ত্রিবেণী! ব্যাপার কী?

Madhuri Dixit-Triptii Dimri: তৃপ্তির মা মাধুরী দীক্ষিত? নেপথ্যে রয়েছেন সুরেশ ত্রিবেণী! ব্যাপার কী?

মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি

অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি  পরিচালিত একটি নতুন ছবিতে একসঙ্গে কাজ করবেন বলে জানা গিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে মা- মেয়ের জুটি হিসেবে দেখা যাবে দুই অভিনেত্রীকে।

অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরি সুরেশ ত্রিবেণী পরিচালিত একটি নতুন ছবিতে একসঙ্গে কাজ করবেন বলে জানা গিয়েছে। মিডডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে মা- মেয়ের জুটি হিসেবে দেখা যাবে দুই অভিনেত্রীকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সুরেশ ত্রিবেণী পরচালিত এই ছবিতে নায়ক হিসেবে কে থাকবেন তা এখনও চূড়ান্ত করা হয়নি, তবে ছবিটির শ্যুটিং ২০২৫-এ গ্রীষ্মে শুরুর দিকেই হবে বলে আশা করা যাচ্ছে।

যদিও ছবিটির নাম কী হবে সেই সম্পর্কে বিশদ কিছু জানা যায়নি। উল্টে নাম গোপন করে রাখা হয়েছে। প্রতিবেদন অনুসারে ছবির নাম কী হবে তা ঠিক না করা হলেও, ছবিটি কী ধরনের হবে তা জানা গিয়েছে। মূলত এই ছবি অ্যাকশন থ্রিলার ধর্মী হবে বলে খবর।

আরও পড়ুন: বাংলো বিক্রির টাকায় বিলাসবহুল গাড়ি! কঙ্গনার নতুন গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে

অন্যদিকে, তৃপ্তির ‘ব্যাড নিউজ’ দর্শকদের মনে সেভাবে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। এর প্রভাব পড়েছিল বক্স অফিসেও। বক্স অফিসেও ছবিটি ভালো ফল করতে পারেনি। এমনকি ওটিটিতে মুক্তির পরেও, সিনেমাটি সমালোচনার মুখে পড়ে।

তবে মাধুরী দীক্ষিত তৃপ্তি দিমরির 'বুলবুল' এবং 'কালা'- তে তাঁর দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ। তাই তৃপ্তি সঙ্গে এই নতুন কাজের অংশ হতে তিনি আগ্রহী। ছবিতে তাঁদের দু'জনকেই গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাবে বলে জানা গিয়েছে। সুরেশ ত্রিবেণীর পরিচালনায় তাঁদের দু'জনকে একসঙ্গে দেখতে পাওয়ার খবর প্রকাশ পেতেই দর্শকরাও আগ্রহী হয়ে উঠেছেন৷ তাছাড়া পরিচালকের কাজ দেখতেও দর্শকরা দারুণ উৎসাহী। কারণ তাঁর ঝুলিতে 'তুমহারি সুলু' এবং ‘জলসা’-এর মতো হিট সব ছবি রয়েছে।

আরও পড়ুন: ‘ভালোবাসি…’, অনন্যার প্রিয়বন্ধু নাকি শাহরুখ ! ছবি দেখেই ফুট কাটল সুহানা!

কাজের সূত্রে, তৃপ্তি দিমরিকে 'ভুল ভুলাইয়া ৩'- এ কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে। ছবিতে বিদ্যা বালানকেও দেখা যাবে। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে বিদ্যা ও তৃপ্তিকে দেখা গিয়েছে। ছবিটি চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। তাছাড়াও খবর এই ছবিতে নাকি বিশেষ ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। তবে তাঁর কোনও ঝলক এখনও প্রকাশ্যে আসেনি। এছাড়াও, 'অ্যানিম্যাল'-এ নজর কেড়েছিলেন তৃপ্তি। তিনি ছাড়াও ছবিতে রণবীর কাপুর, রশ্মিকা মন্দনা, অনিল কাপুর এবং ববি দেওলকে দেখা গিয়েছিল। অন্যদিকে, রাজকুমার রাওয়ের বিপরীতে তৃপ্তির একটি ছবি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ প্রেক্ষাগৃহে আসতে চলেছে। রাজ শাণ্ডিল্য পরিচালিত এই বছরের ১১ অক্টোবর মুক্তি পেতে চলেছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'বেশি শক্তি, ভালোবাসার' জন্য অবিবাহিত হয়েও দুর্গাবরণ করলেন স্বস্তিকা! খারাপ সময়ে বন্ধু দল থেকে বাদ পড়তেই ক্ষোভ প্রকাশ! পাক বোর্ডের রোষানলে ফাখর জামান আরজি কর কাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, সামনে চাঞ্চল্যকর তথ্য, নাম জড়াল আরও অনেকের বৃশ্চিকে ব্রহ্মযোগ! শুক্রের গমনে ৪ রাশির অসামান্য উপকার হবে, আসবে ব্যাপক টাকা ‘মধ্যস্থতার দরকার…’ পরমরা অনশন তোলার আর্জি জানাতেই সাফ বার্তা জুনিয়র ডাক্তারদের বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার চক্রী, এখনও বেপাত্তা 'পেপার স্প্রে' করে পালানো খুনি চিন্নাস্বামীতে রোহিত-বিরাটদের সঙ্গে সাক্ষাৎ দ্রাবিড়ের! বুধবার শুরু টেস্ট সিরিজ… দুর্গা প্রতিমা ভাসানের সময় সাম্প্রদায়িক হিংসা, গুলিতে নিহত এক, সাসপেন্ড ২ পুলিশ ‘গোয়ালঘর পরিষ্কার করে শুয়ে পড়লেই ক্যানসার সেরে যাবে', দাওয়াই যোগীর মন্ত্রীর কিং এর দাপট, সহজেই শ্রীলঙ্কার বিরুগ্ধে প্রথম টি-২০ জিতল উইন্ডিজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.