রবিবারের ইনস্টাগ্রাম টাইমলাইন ফুলের মত সুন্দর তা মানতেই হবে। কারণ? অভিনেত্রী করিনা কাপুর শেয়ার করেছেন তাঁর পরিবারের শিশুদের ছবি। আর শিশু মানেই ফুলের মত সুন্দর তা বলাই বাহুল্য। ভাগ্নি ইনায়া নওমি খেমুর জন্মদিনে করিনা উপস্থিত ছিলেন তাঁর দুই পুত্র তৈমুর এবং জেহ-কে নিয়ে। সেই জন্মদিন উদযাপনের ছবিই শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে ইনায়াকে তাঁর কাজিনদের সঙ্গে আনন্দের সেরা সময় কাটাতে দেখা যায়। প্রসঙ্গত, করিনার স্বামী সইফ আলি খানের বোন সোহা আলি খান ও তাঁর স্বামী কুনাল খেমুর মেয়ে ইনায়া।
পতৌদি রাজকন্যার জন্য শুভেচ্ছা
প্রথম ছবিতে ইনায়াকে একটি সুন্দর গোলাপী ফ্রক পরে জেহকে কোলে তুলে নিতে দেখা যাচ্ছে। দ্বিতীয় একটি ছবিতে তিন ভাইবোন মিলে, অর্থাত্ তৈমুর এবং জেহের সঙ্গে দেখা যাচ্ছে ইনায়াকে। প্রতিটি ছবিতেই হাসিমুখে ধরা দিয়েছে খুদেরা। শেষ ছবিটি সবচেয়ে মিষ্টি, যেখানে জেহকে বান্দ্রায় তার বাড়িতে ইনায়ার হাত ধরে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: (বাসু ভাগনানিকে না দিচ্ছে বকেয়া টাকা, না করছে সহযোগিতা! নেটফ্লিক্সের নামে অভিযোগ তদন্তকারী সংস্থার)
ছবির পোস্টের ক্যাপশনে করিনা লিখেছেন, ‘শুভ জন্মদিন, রাজকুমারী। সুখ, ভালোবাসা আর আনন্দ... সর্বদা এবং চিরকাল।’ তিনি তাঁর পোস্টে সোহা এবং কুণালকেও ট্যাগ করেন। মিষ্টি বাচ্চাদের প্রেমে পড়তে দেরি হয়নি ভক্তদের। এক ভক্ত লিখেছেন, 'ওএমজি শেষ ছবিটি! ও তুলা রাশির মেয়ে। ' আরেক ভক্ত লেখেন, ‘আক্ষরিক অর্থেই সে লিল প্রিন্সেস।’ পোস্টে নেহা ধুপিয়া, দিয়া মির্জা এবং সাবা আলি খানও ইনায়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: (নিজেকে নিজেই বিয়ে করার বছর ঘুরতে না ঘুরতেই আত্মহত্যা তরুণীর! নেপথ্যে কোন কারণ?)
ইনায়ার পরিচয়
বলিউড অভিনেতা সোহা আলী খান ও কুনাল খেমুর মেয়ে ২৯শে সেপ্টেম্বর ২০১৭ সালে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট পতৌদি পরিবারের সদস্য হিসাবে, তিনি প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং প্রয়াত ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির নাতনী। ইনায়া সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতির জন্য বেশ পরিচিত। প্রায়শই মামাতো ভাই তৈমুর আলী খান সহ তার পরিবারের সঙ্গে হৃদয়গ্রাহী মুহুর্তগুলিতে দেখা যায়। তার বাবা-মা মাঝে মাঝে তার বিভিন্ন ঝলক ভাগ করে নেন, যা তাকে জনসাধারণের চোখে একটি জনপ্রিয় তারকা সন্তান করে তোলে।
জেহ এবং তৈমুর
বলিউড অভিনেতা করিনা কাপুর খান এবং সইফ আলী খানের পুত্র তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খান।তৈমুর এবং জেহ দুজনেই প্রায়শই মিডিয়ার স্পটলাইটে থাকেন।