সিডনিতে পঞ্চম টেস্টের প্রথম দিনেই বিধ্বস্ত ভারত। অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে দিশেহারা বিরাট-কেএল রাহুলরা। ২২ গজে ভারতীয় ব্যাটসম্যানদের শোচনীয় দশা সশরীরে চাক্ষুস করলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদ বেদীকে সঙ্গে নিয়ে সিডনি টেস্ট দেখতে পৌঁছেছেন বিষণ সিং বেদী-র বউমা। এদিন স্ট্যান্ড থেকে শ্বশুরমশাইয়ের স্মৃতিতে ডুব দিলেন নেহা। আরও পড়ুন-বিয়ের বাকি ১৬ দিন! রুবেলের আদরে বুঁদ শ্বেতা, আইনি বিয়ে সেরে ফেলেছেন জুটি?
ক্রিকেট কিংবদন্তি তথা প্রয়াত বিষেণ সিং বেদীর প্রিয় টেস্ট সোয়েটার শরীরে চাপিয়ে এদিন মাঠে হাজির হয়েছিলেন নেহা ধুপিয়া। ইনস্টাগ্রামে নিয়ে খোলসা করেন শ্বশুর মশাইয়ের থেকে বিয়েতে এই বিশেষ উপহারটি যেচে চেয়ে নিয়েছিলেন তিনি। এই দুর্লভ উপহার সযত্নে আগলে রেখেছেন তিনি। এদিন প্রয়াত শ্বশুরমশাইকে স্মরণ করে আবেগঘন নায়িকা।
২০২৩ সালের অক্টোবর মাসে প্রয়াত হন বিষণ সিং বেদী। যে সোয়েটার গায়ে চাপিয়ে বিপক্ষের ব্যাটসম্যানেদের ঘুম উড়িয়েছেন ভারতীয় স্পিন লেজেন্ড, এদিন সেই সোয়েটার পরে একগুচ্ছ ছবি পোস্ট করেন নেহা। জীবনে প্রথমবার টেস্ট ক্রিকেট দেখতে মাঠে হাজির হয়েছেন তিনি, নায়িকা লেখেন-'এই সোয়েটার পরার মধ্যে অন্যরকম উষ্ণতা রয়েছে। আমার স্পষ্ট মনে আছে, বাবা যখন জিজ্ঞাসা করেছিলেন যে বিয়ের উপহার হিসাবে তুমি কী চাও? আমি তাঁর কাছ থেকে তাঁর টেস্ট ক্রিকেটের সোয়েটার চেয়েছিলাম। এটি আমার জন্য সবচেয়ে বিশেষ উপহার। এর মধ্যে তাঁর শক্তি, স্থিতিস্থাপকতা, সততা এবং উদারতা রয়েছে। অঙ্গদ বেদীর সাথে আমার প্রথম টেস্ট ম্যাচ চাক্ষুস দেখার সময় এটি পরে আমি অদ্ভূত এক সম্মান অনুভব করছি'।
নেহার পোস্টে আবেগঘন মন্তব্য করেন টাইগার পতৌদি কন্যা সাবা। সইফের বোন জানান, আব্বা আর বিষাণ আঙ্কেলকে খুব মিস করেন তিনি। সাবা লেখেন, ‘ওঁরা নিশ্চয় উপর থেকে আমাদের দেখছেন, আর ম্যাচ নিয়ে আলোচনা করছেন’।
শ্বশুরের থেকে পাওয়া নেহার এই উপহারের কথা জেনে আবেগ আপ্লুত তাঁর ভক্তরা। তবে সিডনিতে প্রথম দিনের শেষে কোণঠাসা ভারত। মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গিয়েছে বুমরাহ বাহিনীর প্রথম ইনিংস। ওদিকে ব্যাট করতে নেমে উসমান খোয়াজার উইকেট হারিয়েছে অজিরা। এদিন টসে হার কার্যত শাপে বর হয়েছে প্যাট কামিন্সের।
২০১৮ সালে অভিনতো তথা দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদিকে চুপিসাড়ে বিয়ে করেন নেহা। সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। ওই বছর অক্টোবরেই কন্যা সন্তান মেহের জন্ম দেন। এরপর ২০২১ সালে জন্ম হয় নেহা-অঙ্গদের দ্বিতীয় সন্তান গুরিকের।