রবিবার ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটিম মূলত ছিল নিয়মরক্ষার। ৩-১ এগিয়ে থেকে আগেই সিরিজ পকেটে পুরেছিল ভারত। তবে এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন ভিআইপিরা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, তাঁর বড় ছেলে আকাশ আম্বানি-সহ ধনকুবের অজয় পিরামলকে স্ট্যান্ডে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে ছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও তাঁর জামাই, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পৌঁছেছিলেন বলিউড সুপারস্টার আমির খানও।
পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ল্যাজেগোবরে করে দিল টিম ইন্ডিয়া। ১৫০ রানের সুবিশাল ব্যাবধানে ব্রিটিশদের হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মার ৫৪ বলে ১৩৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৯ উইকেটে ২৪৭ রানের বিশাল সংগ্রহ করে ভারত। সেই রান তাড়া করতে নেমে ১০০ রানের গণ্ডিও পার করতে পারেনি ইংল্যান্ড।

ওয়াংখেড়েতে ঋষি সুনাক
ঋষি সুনাক এদিন শ্বশুর নারায়ণ মূর্তির সাথে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে গিয়েছিলেন। ব্রিটেনের প্রাক্তন প্রাধনমন্ত্রী কার সমর্থনে গলা ফাটালেন তিনি? প্রশ্ন নেটপাড়ায়। মুম্বইয়ের মাঠে ইংল্যান্ডের হারের সাক্ষী হওয়ার পর ইনস্টাগ্রামে শ্বশুরের সঙ্গে একটি সেলফি ও ইংরেজ দলের জন্য একটি সান্ত্বনাসূচক পোস্ট শেয়ার করেন তিনি। সুনাক লেখেন, ‘ওয়াংখেড়েতে ইংল্যান্ডের জন্য কঠিন দিন কিন্তু আমি জানি আমাদের দল আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে’। নারায়ণ ও সুধা মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি অবশ্য ‘টিম ইন্ডিয়াকে অভিনন্দন’ বার্ত দিয়েছেন।

সুনাক আরও বলেন, ‘এমন ফলাফল সত্ত্বেও, ম্যাচের আগে জস বাটলার এবং সূর্যকুমার যাদবের সাথে দেখা করা সম্মানের এবং আমার শ্বশুরের সাথে ক্রিকেট দেখার জন্য আনন্দিত।’
ভারত-ইংল্যান্ডের এই একপেশে লড়াইয়ের সাক্ষী থাকলেন আমির খানও। দুই ছেলে জুনায়েদ এবং আজাদকে সঙ্গে নিয়ে ভারতের ব্রিটিশ বধের সাক্ষী থাকলেন ‘লগান’-এর ভুবন। সবমিলিয়ে রবিবারের ওয়াংখেড়েতে ছিল চাঁদের হাট।
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুকেশ আম্বানি ক্রিম রঙের ফুল-হাতা টি-শার্টে একদম ক্যাজুয়াল অবতারে হাজির হয়েছিলেন। তাঁর ছেলে আকাশ আম্বানি ভারতের জার্সি পরে টিম ইন্ডিয়াকে উৎসাহিত করলেন।
রবিবার ভারতের বিরুদ্ধে ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ল ইংল্যান্ড। ১৪৮ বছরের ইতিহাসে প্রথমবার নিজেদের সবচেয়ে ছোট ইনিংস খেলল ইংল্যান্ডের ক্রিকেট দল।