বাংলা নিউজ > বায়োস্কোপ > India Lockdown Teaser: ফিরছে কোভিড ১৯-এর ভয়াবহ স্মৃতি! আসছে 'ইন্ডিয়া লকডাউন'

India Lockdown Teaser: ফিরছে কোভিড ১৯-এর ভয়াবহ স্মৃতি! আসছে 'ইন্ডিয়া লকডাউন'

ইন্ডিয়া লকডাউনের টিজার প্রকাশ্যে এল

India Lockdown: মধুর ভান্ডারকরের পরবর্তী ছবি ইন্ডিয়া লকডাউনের টিজার প্রকাশ্যে এল। এই ছবির হাত ধরে ফিরবে করোনার সেই ভয়াবহ স্মৃতি।

ইন্ডিয়া লকডাউন ছবির টিজার প্রকাশ্যে এল মঙ্গলবার, অর্থাৎ ৮ নভেম্বর। ছবিটি পরিচালনা করেছেন মধুর ভান্ডারকর। এই ছবিতে দেখা যেতে চলেছে প্রতীক বব্বর, অহনা কুমরা, শ্বেতা বসু প্রসাদ, প্রমুখকে। এই ছবির প্রযোজনা করেছেন পেন স্টুডিওজের জয়ন্তীলাল গাদা, ভান্ডারকর এন্টারটেইনমেন্টের মধুর ভান্ডারকর এবং পি জে মোশনস পিকচার্সের প্রণব জৈন।

এই ছবির টিজার শুরু হচ্ছে ২০২০ সালে প্রধানমন্ত্রী যখন প্রথম লকডাউন ঘোষণা করলেন, সেটা দিয়ে। করোনার কারণে সেই প্রথমবার জনজীবন স্তব্ধ হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তের ছবি এই টিজারে ধরা পড়েছে যেখানে দেখা গিয়েছে লকডাউন কীভাবে আর কতটা সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করেছিল। শ্বেতা বসুকে দেখা যাবে একজন দেহব্যবসায়ী হিসেবে, যিনি এই লকডাউনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন করছেন। প্রতীক বব্বরকে দেখা যাবে একজন পরিযায়ী শ্রমিকের চরিত্রে, যাঁকে এই লকডাউনের কারণে পায়ে হেঁটে কাজ খুইয়ে পরিবারের কাছে গ্রামের বাড়িতে ফিরতে হয়েছিল।

অন্যদিকে অহনা কুমরাকে দেখা যাবে একজন বিমান চালকের ভূমিকায়। তিনি বাড়ি বসে মদ সঞ্চয় করছেন আগামী দিনের জন্য। এই ছবিতে লকডাউন এবং করোনার কারণে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার নোংরা, অন্ধকার দিক তুলে ধরা হবে। Zee 5 এ এই ছবি দেখা হবে আগামী মাসের ২ তারিখ থেকে। এই ছবির টিজারের ক্যাপশনে লেখা হয়েছে, 'যে দুর্ঘটনা আপনারা জানেন, কিন্তু যে গল্প আপনারা জানেন না।'

এই ছবির পোস্টার আগেই মুক্তি পেয়েছিল। পরিচালক তথ্য প্রযোজক আগেই এই ছবির কথা ঘোষণা করেছিলেন। তাঁর শেষ ছবি ছিল বাবলি বাউন্সার যেখানে তমন্না ভাটিয়াকে দেখা গিয়েছিল। কিন্তু বক্স অফিসে তেমন সাড়া পায়নি এই ছবি।

মধুর ভান্ডারকর জানান তিনি দীর্ঘ সময় ধরে বাবলি বাউন্সার ছবিটার কাজ করেছেন। প্রায় ৪ বছর সময় ধরে তিনি ওই ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন। এরপর লকডাউন হয়ে যায়, তখন তিনি ইন্ডিয়া লকডাউন ছবি নিয়ে কাজ শুরু করেন।

বন্ধ করুন