ইন্ডিয়া লকডাউন ছবিটির ট্রেলার প্রকাশ্যে এল। বৃহস্পতিবার, ১৭ নভেম্বর মুক্তি পেল এই ছবির ট্রেলার। জি ৫এ আসতে চলেছে মধুর ভান্ডারকরের এই নতুন ছবি। অভিনয়ে দেখা যাবে প্রতীক বব্বর, শ্বেতা বসু প্রসাদ, অহনা কুমরা, সাই তামাঙ্কর, প্রমুখকে। ইন্ডিয়া লকডাউন ছবিটির হাত ধরেই ফিরে আসবে লকডাউন, কোভিড ১৯ এর সেই ভয়াবহ স্মৃতি। আগামী মাসের ২ তারিখ এই ছবিটি মুক্তি পেতে চলেছে জি ৫এ।
এই ছবিটির আড়াই মিনিটের ট্রেলারে ধরা পড়বে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা, একদিকে যেমন দেখা যাবে বিমান চালকের কথা, তেমনই ধরা পড়বে এক দেহ ব্যবসায়ীর গল্প। বাদ যাবে না দিন মজুর থেকে গৃহবধূর কথা। এঁরা সকলেই করোনা এবং লকডাউন সংক্রান্ত সমস্ত তথ্য নিজেদের কাছে রাখতে চাইছেন। সরকার কখন কী ঘোষণা করছেন, কোথায় কী হচ্ছে সকলেই জানতে চাইছেন।
অহনাকে এই ছবিতে দেখা যাবে একজন বিমান চালকের ভূমিকায়। তিনি লকডাউনের সময়টা পড়শির সঙ্গে প্রেমালাপ করেই কাটাতে ব্যস্ত। অন্যদিকে প্রতীক বব্বরকে দেখা যাবে পরিযায়ী শ্রমিকের ভূমিকায়। তিনি তাঁর স্ত্রী, যিনি একজন গৃহবধূ তাঁকে আশ্বস্ত করছেন যে লকডাউন উঠলেই তিনি আবার কাজে ফেরত যাবেন। ‘মাত্র ২১ দিনের ব্যাপার তো!’ প্রতীক বব্বরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সাইকে। ট্রেলারে দেখা যাবে প্রতীক এবং সাই তাঁদের সন্তানকে দীর্ঘ পথ হেঁটে গ্রামের বাড়ি ফিরছেন, কারণ বড় শহরে বাঁচার মতো অর্থ আর তাঁদের কাছে নেই।
যতই সবাই মন প্রাণ দিয়ে চাক যে এই লকডাউন উঠে যাক, কিন্তু, সেটা তো হয়না। সবার আশায় জল ঢেলে লকডাউন চলতেই থাকে। এখন এঁদের সকলের কাছে দুটো পথ খোলা, হয় আশা ছেড়ে দিতে হবে, নইলে বাঁচার লড়াইয়ে টিকে থাকতে হবে। শ্বেতা বসু প্রসাদকে এই ছবিতে একজন দেহ ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যিনি এই সময়টা অন্য পেশাকে বেছে নিতে বাধ্য হন পেটের দায়ে।
শ্বেতা বসু প্রসাদকে সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারের ক্রিমিনাল মাইন্ড শোতে দেখা গিয়েছে একজন উকিলের চরিত্রে। অন্যদিকে মিমি ছবিটির মাধ্যমে সাই তাঁর অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। আগামীতে অহনা কুমরাকে দেখা যেতে চলেছে কাজল অভিনীত সালাম ভেঙ্কি ছবিতে। কোবাল্ট ব্লু ছবিতে প্রতীক বব্বরকে শেষবার দেখা গিয়েছে।