শনিবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আবারও টি২০ বিশ্বকাপ জিতল ভারত। দ্বিতীয়বারের জন্য টি২০ বিশ্বকাপের ট্রফি ওঠাল রোহিত, বিরাটদের দল। আর সেই জয়ের আনন্দে ভাসতে গিয়েই লন্ডনের রাজপথে বিপদ বাঁধালেন এক ব্যক্তি। একটি পোল থেকে পড়ে মুখ ফাটিয়ে ফেললেন তিনি।
আরও পড়ুন: 'আমি সিগারেট মদ খেতে ভালোবাসি, আমি অপদার্থ মা', হঠাৎ নিজেকে নিয়ে এমন কেন বললেন স্বস্তিকা?
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে লন্ডনের রাজপথে ভারতীয়রা টি২০ বিশ্বকাপে ভারতের জয়কে উদযাপন করছে। তখনই এক ব্যক্তি একটি পোলে উঠে ভারতীয় পতাকা লাগানোর চেষ্টা করেন। আর তখনই কোনও ভাবে পড়ে যান। আর অত উঁচু থেকে পড়ার পর স্বাভাবিক ভাবেই সেই ব্যক্তির নাক মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। গলগলিয়ে রক্ত বেরোতে শুরু করে। তবে জানা গিয়েছে খুব বেশিও চোট লাগেনি। আঘাত পাওয়ার কিছু পরই নাকি তিনি নিজের পায়ে হেঁটেই ফেরেন। এখন বেশ অনেকটা স্টেবল আছেন বলেও জানা গিয়েছে। এই ঘটনাটি কুইন্সবারিতে ঘটেছে।
আরেকটি রিপোর্ট থেকে জানা গিয়েছে লন্ডনের ইলিং রোডে যখন ভারতের সমর্থকরা ভারতের জয় উদযাপন করছিলেন তখন তাঁদের মধ্যে থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: ভারত - দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ম্যাচ দেখেননি অমিতাভ! কারণ জানিয়ে বললেন, 'আমি দেখলেই...'
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ
এদিন প্রথমে ব্যাট করে ভারত। তাঁরা ২০ ওভারে ১৭৭ রান তোলে। একটা সময় সেই রান চেজ করতে নেমে মনে হচ্ছিল যেন দক্ষিণ আফ্রিকা জিতে যাবে। কিন্তু সূর্য কুমার যাদবের একটা ক্যাচ হঠাতই যেন খেলার মোড় ঘুরিয়ে দেয়। অবশেষে ৭ রানে জয়ী হয় ভারত।