বাংলা নিউজ > বায়োস্কোপ > Arunita-Pawandeep: বাইরে অঝোরে তুষারপাত, একের পর এক হিট হিন্দি গান গাইল অরুণিতা-পবনদীপ, শুনুন আপনিও

Arunita-Pawandeep: বাইরে অঝোরে তুষারপাত, একের পর এক হিট হিন্দি গান গাইল অরুণিতা-পবনদীপ, শুনুন আপনিও

কানাডায় অরুণিতা-পবনদীপের লাইভ।

হিমাঙ্কের নীচে এখন কানাডার তাপমাত্রা। সেখানেই রয়েছে ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত অরুণিতা-পবনদীপ।
  • বাইরে অঝোরে তুষারপাত, কানাডায় সিল্কের শাড়িতে অরুণিতা, গিটার নিয়ে পাশে পবনদীপ!
  • অরুণিতা, পবনদীপ আপাতত কানাডায়। গত সপ্তাহেই ‘ইন্ডিয়ান আইডল ১২’র টপ ৪ জুটি রওয়ানা দিয়েছিলেন কানাডায়। বছর শেষের উৎসবে সামিল হতে উড়ে গিয়েছেন অরুণিতা, পবনদীপ, সাইলি, দানিশ। মুম্বই বিমানবন্দরে তাঁদের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।  

    ‘আরুণিতা-পবনদীপর ফ্যান পেজ’ থেকে কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে শাড়ি পরে পারফর্ম করছেন অরুণিতা। পাশে গিটার হাতে পবনদীপ। বেশ কিছু ভিডিয়োতে সাইলি কাম্বলে আর মহম্মদ দানিশকেও দেখা গিয়েছে। 

    এর আগে লন্ডন ট্যুরে গ্যালারি ভর্তি দর্শককে নিজেদের সুরে নাচিয়ে ছেড়েছিলেন অরুণিতা আর পবনদীপ! দু'জনের গান জমিয়ে উপভোগ করেছিল সকলে। লন্ডনে ঘুরে বেড়ানোর ছবিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল তারকারা। এবারে এখনও সেরকম কোনও ছবি শেয়ার করেননি। তবে অরুণিতা নিজের ইনস্টা স্টোরিতে তুষারে ঢাকা রাস্তার ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন হাড় কাঁপানো ঠান্ডাতেই চলছে অনুষ্ঠান।

    ‘লগ যা গলে’, ‘জো ভেজি থি দুয়া’, ‘তু হি রে’র মতো গান গাইতে শোনা গেল অরুণিতাকে। আর পবনদীপ গাইলেন ‘সোচ না সকে’, ‘সায়বো’র মতো গান। শুনে নিন আপনিও--

    ‘ইন্ডিয়ান আইডল ১২’ জিতে নেন পবনদীপ। একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়ে দ্বিতীয় স্থানে আসেন অরুণিতা। তৃতীয় ও চতুর্থ হন সাইলি ও মহম্মদ। চার জনের জনপ্রিয়তাই বর্তমানে আকাশ ছোঁয়া। একের পর এক শো করে চলেছেন তাঁরা একসাথে। অরুণিতা-পবনদীপ অবশ্য বেশ কিছু গানে প্লেব্যাকও করে ফেলেছেন ইতিমধ্যে।

    বন্ধ করুন