বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol 13: ‘এই ফ্রেমটা দেখে বাঙালি হিসাবে গর্বিত', সেঁজুতি,বিদিপ্তাদের গানে মুগ্ধ শ্রেয়া

Indian Idol 13: ‘এই ফ্রেমটা দেখে বাঙালি হিসাবে গর্বিত', সেঁজুতি,বিদিপ্তাদের গানে মুগ্ধ শ্রেয়া

ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার সঙ্গে বঙ্গ ললনারা

Indian Idol 13 Update: ‘মেয়ে তো অ্যাটম বম্ব’, সেঁজুতিতে মুগ্ধ শ্রেয়া ঘোষাল। ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়ে বললেন, ‘শীঘ্রই তোমার সুরে গান রেকর্ড করতে চাই’। 

চলতি সপ্তাহান্তে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথি বিচারক হিসাবে হাজির হচ্ছেন শ্রেয়া ঘোষাল। হিমেশ এবং বিশাল দাদলানির মাঝে নেহা কক্কর নয়, এই সপ্তাহে দর্শক দেখবে শ্রেয়াকে। গত দু-দশক ধরে বলিউড সঙ্গীতের দুনিয়ায় শ্রেয়ার জুড়ি মেরা ভার। ‘দেবদাস’-এর প্লে-ব্যাকের দুনিয়ায় পা রাখা শ্রেয়ার সঙ্গীত সফর শুরু হয়েছিল ‘সারেগামাপা’র মঞ্চের খুদে প্রতিযোগী হিসাবে।

ইন্ডিয়ান আইডলের মঞ্চ শ্রেয়ার কাছে খুব চেনা। এর আগে এই শো-এর বিচারক হিসাবেও পাওয়া গিয়েছে তাঁকে। চলতি বছর ইন্ডিয়ান আইডলের মঞ্চ কাঁপাচ্ছে বাঙালি কন্যারা। সেরা ৮-এ জায়গা করে নিয়েছে বাংলার চার গায়িকা- সেঁজুতি দাস, বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং দেবস্মিতা রায়। প্রত্যেকেরই আইডল শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার মতোই বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজ করার স্বপ্ন দেখে এঁরা। পছন্দের গায়িকার সঙ্গে এক মঞ্চ শেয়ার করে নিয়ে উত্তেজিত সকলেই। জন্ম বাংলায় না হলেও মনেপ্রাণে বাঙালি শ্রেয়া, বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান। 

গানের ফাঁকে প্রিয় গায়িকা শ্রেয়ার সঙ্গে চারজনে ফটোশ্যুট সারতে ভোলেননি সেঁজুতি-বিদিপ্তারা। সেই ছবি শেয়ার করে সেঁজুতি লেখেন, ‘উফ… কী দুর্দান্ত একটা এপিসোড ছিল। যদি সময়টা ওখানেই থেমে যেত…শ্রেয়া ঘোষাল ম্যাম, আপনি আমার অনুপ্রেরণা ছিলেন, আছেন আর থাকবেন। মন থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি’। 

সেঁজুতির এই পোস্টে ভালোবাসার বন্যা। বাঙালি দর্শকরা দারুণ খুশি এই ছবি দেখে। একজন লেখেন, ‘এই ফ্রেমটা দেখে বাঙালি হিসাবে খুব গর্ব হচ্ছে’। অপর একজন লেখেন, ‘বাঙালি সিঙ্গারদের আসল প্রতিনিধি ইন্ডিয়ান আইডলের প্রতিযোগিদের সঙ্গে’। এক নেটিজেন লেখেন, ‘বাঙালি গায়িকাদের বর্তমান আর ভবিষ্যত একফ্রেমে’।

এদিন সেঁজুতির সুর করা একটি রাগাশ্রয়ী গানে গলা মেলালেন শ্রেয়া। সঙ্গে এই বাঙালি কন্যের প্রশংসায় পঞ্চমুখ তিনি। ‘কাহে পিয়া তু মোহে করে বেচন..’, খালি গলয়া গুনগুন করে শ্রেয়া বলেন- ‘এই মেয়ে তো পুরো অ্যাটম বম্ব, আমি আমার কেরিয়ারে মহিলা কম্পোজারদের জন্য প্রায় গানই গাইনি। চলো কবে রেকর্ড করব এই গানটা বলো…’।

এদিন বিদিপ্তার গান শুনে নস্টালজিক শ্রেয়া। ‘দেবদাস’ ছবির ‘বৈরি পিয়া’ গানটি গাইবেন বিদিপ্তা। এটাই ছিল শ্রেয়ার কেরিয়ারের প্রথম গান। জাতীয় পুরস্কার জয়ী গায়িকা বলেন,' আমি তোমার বয়সেই এই গানটা রেকর্ড করেছিলাম'।

এই সপ্তাহে ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানাবে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগিরা। হাজির থাকবেন ‘লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল’ জুটির প্যায়ারেলালজি। তাঁর সঙ্গে শ্রেয়ার যুগলবন্দিও নজর কাড়বে। গানে গানে ভারতীয় সঙ্গীতের 'মা সরস্বতী' লতা মঙ্গেশকরকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন শ্রেয়াও। 

আরও পড়ুন-: গলায় মঙ্গলসূত্র,সিঁথি রাঙানো সিঁদুরে, সিদ্ধার্থের হাত ধরে মুম্বই ফিরলেন কিয়ারা

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও ১২ বছর ধরে প্রতিদিন মাত্র ৩০ মিনিট ঘুমোন ব্যবসায়ী! কীভাবে সম্ভব ৮ বলেই ম্যাচ শেষ, ভুবিকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুললেন সমীর- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.