ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র আসরে বাংলার প্রতিনিধিত্ব করছেন একঝাঁক সঙ্গীতশিল্পী। গত বছর সোনি টিভির এই রিয়ালিটি শো-এর মঞ্চ কাঁপিয়েছিলেন বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল, এবার সেঁজুতি, সঞ্চারী, দেবস্মিতারা দাপিয়ে বেড়াচ্ছেন এই গানের রিয়ালিটি শো-এর আসর।
চলতি সপ্তাহান্তে ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখা মিলল বরুণ ধাওয়ান ও কৃতী শ্যাননের । ‘ভেড়িয়া’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন দুজনে। এদিন ‘থ্যাঙ্ক ইউ মা’ স্পেশ্যাল এপিসোডে প্রতিযোগিদের পারফরম্যান্সে আবেগঘন বরুণ-কৃতী। প্রতিযোগিদের গান শুনে চোখে ছলছল করল বলিউডের এই দুই তারকার। এদিন ‘তু কিতনি আচ্ছি হ্যায়' গানে পারফর্ম করলেন বঙ্গতনয়া দেবস্মিতা রায়। দেবস্মিতার সুরেলা কন্ঠ বহু আগে থেকেই মন জয় করে নিয়েছে গোটা ইন্ডিয়ার। জানা গেল বরুণ ধাওয়ানও দেবস্মিতার গানের ভক্ত।
মায়ের ইচ্ছেপূরণ করতেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসা দেবস্মিতার। মায়ের জন্য একটি ওয়াশিং মেশিন কেনবার ইচ্ছে ছিল দেবস্মিতার। দিন কয়েক আগে সেই ইচ্ছেপূরণও করে ফেলেছেন দেবস্মিতা। এদিন বরুণ তাঁকে জানান, ‘আমি যখন জানতে পারি তুমি তোমার মায়ের জন্য ওয়াশিং মেশিন কিনতে চাও, আমি ঠিক করে পেলি ওটা আমি তোমাকে উপহার হিসাবে দেব। এখানে এসে জানতে পারলাম তুমি অলরেডি সেটা কিনে ফেলেছো। তাই তো? (ঘাড় নাড়েন দেবস্মিতা)’। এরপর বরুণ যোগ করেন, ‘তুমি সেটা ইএমআইতে কিনেছো আমি শুনেছি। তোমাকে ইএমআই নিয়ে কিছু ভাবতে হবে, সেটা আমি দেখে নেব। তোমার আর কিছু লাগলে বল, যদি ড্রায়ারের দরকার পরে সেটারও আমি ব্যবস্থা করে দেব’।
বরুণের এই ব্যবহারে মুগ্ধ সকলে। নেটপাড়ায় জমিয়ে প্রশংসা হচ্ছে ‘ভেড়িয়া’ তারকার। কেউ লিখেছেন, ‘তোমার এই সহমর্মিতাই তোমাকে বাকি তারকাদের চেয়ে আলাদা করে, খুব ভালো কাজ’। আবার কেউ লিখেছেন, ‘বরুণ তোমাকে নিয়ে আমরা গর্বিত’।