২০২১ সালের মে মাসে পুত্র সন্তানের জন্ম দেন 'সুরের রানি' শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ও তাঁর স্বামী শিলাদিত্যর মুখোপাধ্যায়ের একমাত্র সন্তান দেবয়ান মুখোপাধ্যায়। এখন ছেলের বয়স তিন ছুঁইছুঁই। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ছেলের মিষ্টি মুহূর্ত ফাঁস করে থাকেন শ্রেয়া। মায়ের সঙ্গে কনসার্টেও হাজির হয় খুদে। আরও পড়ুন-'দাদা নিজের গান ভুলে গেছেন?' কুমার শানুকে শুধরে দিলেন শ্রেয়া, উর্মিলার সাধ পূরণ
আপতত ইন্ডিয়ান আইডলের মঞ্চে দেখা মিলছে শ্রেয়ার। কুমার শানু ও বিশাল দাদলানির সঙ্গে ইন্ডিয়ান আইডল ১৪-র বিচারকের আসন আলো করে রয়েছেন এই বাঙালি গায়িকা। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে নিজের প্রেগন্যান্সির সময়কার এক মিষ্টি গল্প ভাগ করে নিয়েছেন সঙ্গীতশিল্পী। প্রেগন্যান্ট অবস্থাতেও কাজ থামাননি শ্রেয়া। চালিয়ে গিয়েছেন রেকর্ডিং।
দিন কয়েক আগে ইন্ডিয়ান আইডলের স্টেজে হাজির হয়েছিলেন বলিউডের ‘পরম-সুন্দরী’ কৃতি শ্যানন। এখনও পর্যন্ত কৃতির কেরিয়ারের সবচেয়ে উল্লেখ্য ছবি মিমি। এই ছবি তাঁকে জাতীয় পুরস্কার এনে দিয়েছে, আর এই ছবির জনপ্রিয় গান ‘পরম সুন্দরী’তে কোমর দোলায়নি এমন হিন্দি সিনেপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। শ্রেয়াকে পাশে পেয়ে এই গানের কথা স্মরণ করেন কৃতি।
সেই সময় শ্রেয়াকে বলতে শোনা গেল, ‘যখন আমি পরম সুন্দরী গানটা রেকর্ড করেছিলাম,তখন আমি আট মাসের অন্তঃসত্ত্বা। দেবয়ান আমার পেটে। যখন গানটা রিলিজ করল তখন দেবায়ন আমার কোলে। মা হওয়ার পর আমার এই গানটাই প্রথম মুক্তি পায়, এবং সেই সময়কার সুপারহিট গান। দেবায়নকে কোলে নিয়ে আমি প্রচুর নেচেছি এই গানে, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেইজন্য দেবায়নের খুব ফেবারিট গান এটা। ও নেচেছি আমরা পরম-সুন্দরীতে’। এরপর কৃতির অনুরোধে মঞ্চে এই গান পারফর্মও করেন শ্রেয়া।
ইন্ডিয়ান আইডলের সদ্য সমাপ্ত এপিসোডটি ছিল ‘মা’ স্পেশ্যাল। সেই এপিসোডেও নিজের মাতৃত্বের সত্ত্বাকেই সবচেয়ে এগিয়ে রাখলেন গায়িকা। শ্রেয়াকে বলতে শোনা গিয়েছে, 'আমার জীবনের সেরা উপলব্ধি হল- গায়িকার পরিচয় নয়, বা শ্রেয়া ঘোষালের পরিচয় নয়। বরং একজন মা হয়ে ওঠাই আমার জীবনের সেরা পরিচয়।' এরপর পাঁচবারের জাতীয় পুরস্কার জয়ী গায়িকা আরও বলেন, 'দুনিয়া মনে করে গানের সফর সেরা। কিন্তু আসলে মায়েদের প্রার্থনা হল সেরা। আমাদের সবার গানের প্রথম গুরু হন আমাদের মায়েরা। মায়ের গাওয়া গানেই সঙ্গীতের প্রথম সা থাকে। আর আমাদের সরগমের মাঝের সুরও কিন্তু মা। সব মা গায়ক হন বা না হন তাঁরা কিন্তু সকলে সরস্বতী।'