শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ইন্ডিয়ন আইডল (Indian Idol)। এবার এই রিয়েলিটি শোয়ের ১৫তম সিজন চলছে। ১৪ মার্চ হোলির রং লেগেছে ইন্ডিয়ান আইডল-এর প্রতিযোগীদের মধ্যেও। গান গাওয়া, গানের রিহার্সালের ফাঁকেই রঙ মেখে ভূত হলেন প্রতিযোগীরা। তারই এক টুকরো ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
ইন্ডিয়ান আইডল-১৫ এর প্রতিযোগী প্রিয়াংশু দত্ত, ময়ূরী সাহা, ইপ্সিত পতি, আয়ুষ্মান, সুজা গওহর, সৃজন পোড়াইল, সালোনি সাজ, স্নেহা শঙ্কর, শুভজিৎ চক্রবর্তী, সহ সকলকেই জমিয়ে হোলি খেলতে দেখা গিয়েছে। সেই ছবিই উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়।
প্রসঙ্গত,বর্তমানে ইন্ডিয়ান আইডল ১৫-এর সেরা ৮-এ রয়েছেন স্নেহা শংকর, অনিরুদ্ধ সুস্বরম, মিশমি বসু, প্রিয়াংশু দত্ত, চৈতন্য মৈলি, মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, রাগিনী শিন্ডে। এপ্রিলেই খুব সম্ভবত গ্র্যান্ড ফিনালে। যদিও চ্যানেলের তরফে এখনও হয়নি কোনো ঘোষণা।
আরও পড়ুন-মজা করে বলেন ‘আমার ন্যাড়া ধরে গেছে গো…’, ন্যাড়াপোড়ায় সামিল সায়ন্তিকা, কী করলেন?
এদিকে ইতিমধ্যেই ইন্ডিয়ান আইডল-১৫এ হোলি স্পেশাল পর্ব সম্প্রচারিত হয়ে গিয়েছে। যে পর্বে বিশেষ অতিথি হয়ে হাজির হয়েছিলেন হেমা মালিনী। সেখানে এসেই স্মৃতির পাতায় ফিরে গিয়ে হেমা মালিনী বলেন, তিনি যখন ৮ মাসের অন্তঃসত্ত্বা তখন ‘রাজপুত’ ছবির জন্য 'ভাগী রে ভাগী ব্রিজ বালা' গানটির শ্যুট করেছিলেন। প্রসঙ্গত, হেমা মালিনী ও ধর্মেন্দ্রর দুই কন্যা সন্তান রয়েছে। যার মধ্যে ২৮ জুলাই ১৯৮১ সালে, আর অহনার জন্ম হয় ১৯৮৫ সালে।
এবার ইন্ডিয়ান আইডল-এ বিচারকের আসনে দেখা যাচ্ছে, ন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশাকে। ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে।