ইন্ডিয়ান আইডলের ১৫তম সিজনের মূলপর্ব জমে উঠেছে। আর অনান্য বছরের মতো এবারও সোনি টিভির এই রিয়ালিটি শো-এর মঞ্চে জায়গা করে নিয়েছে একঝাঁক তরুণ বাঙালি সঙ্গীতশিল্পী। সেরা ১৬-র মধ্যে ৮ জন বাঙালি রয়েছে চলতি বছর ইন্ডিয়ান আইডলে। যার অন্যতম কলকাতার বিন্দাস কন্যে মানসী ঘোষ। আরও পড়ুন-‘না যেও না রজনী…’, কলকাতার মানসীর গান শুনে চোখ জল বাদশার, কার দরদ ভরা কণ্ঠ কাঁদালো শ্রেয়াকে?
২৪ বছরের এই কন্যের সুরেলা কণ্ঠ আর রাখঢাকহীন স্বভাব ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা দেশের। মানসী মনের কথা চেপে রাখে না, যা মনে হয় তা নির্দ্বিধায় বলে ফেলে। চলতি সপ্তাহেও ইন্ডিয়ান আইডলে চলল মানসী ম্যাজিক। ফিরোজ খান স্পেশ্যাল পর্বে বিশেষ অতিথি হিসাবে হাজির হয়েছিলেন জিনাত আমন এবং ফরদিন খান। এদিন মানসীর পারফরম্যান্স শুরুর আগে সঞ্চালক আদিত্য় নারায়ণ ফাঁস করেন, মানসীর গত সপ্তাহের পারফরম্যান্সের ভিডিয়োতে মন্তব্য করেছেন স্বয়ং সোনু নিগম।
সোনুর গাওয়া ‘ইয়ে দিল দিওয়ানা’ গেয়ে চমকে দিয়েছিলেন মানসী, সেই গান শুনে সোনু জানান, ‘সাবাশ’। গানের অরিজিন্যাল গায়কের কাছে এই প্রশংসা শুনে আপ্লুত মানসী। তবে সে কথা জেনে বাদশা তো বলেই ফেললেন ‘হায় মেরি জ্বলন’। অনেকেই হয়ত জানেন না, গানের সূত্রেই মানসীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় রয়েছে সোনুর। ইনস্টাগ্রামে মানসীকে ফলোও করেন সোনু নিগম!
এদিনও ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির দম মারো দম গেয়ে তাক লাগালেন মানসী। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ জিনাত আমনও। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘তুমি তো পুরো বোমা! অসাধারণ গেয়েছো। এই এপিসোডটা সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে, আর আমার মনে হয় তুমি একদম নির্ডর হয়ে গেয়েছো’। শ্রেয়াও বলেন, ‘অডিশনেও আমরা ওর গান শুনে শকড হয়ে গিয়েচিলাম। মানসী রকড, জাজেস শকড’। মানসীকে ‘রকস্টার’ খেতাব দেন বাদশাও।
আরও পড়ুন-ফের ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাংলা গান শুভজিতের, মন জিতলেন মহেশ ভাটের, জয়ের পূর্বাভাস বাদশার
বাংলা রিয়ালিটি শো-এর জগতে পরিচিত নাম মানসী। স্টার জলসার সুপারস্টার সিঙ্গারের ফার্স্ট রানার আপও হয়েছেন তিনি। প্রসঙ্গত আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাবে। তিন বিচারকের পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আদিত্য নারায়ণ।