ইন্ডিয়ান আইডলের ১৫তম সিজন শুরু হয়ে গিয়েছে। আর অনান্য বছরের মতো এবারও সোনি টিভির মঞ্চে হাজির একঝাঁক তরুণ বাঙালি শিল্পী। রিয়ালিটি শো-এর নতুন পর্বে মেগা অডিশনে গাইতে শোনা গেল কলকাতার মেয়ে মানসীকে। ২৪ বছরের এই কন্যের দিলদরিয়া স্বভাব নজর কাড়ে বিচারকদের। তবে তাঁর গান আরও বেশি দাগ কাটল শ্রেয়া-বিশাল-বাদশাদের মনে।
মানসী শুরুতেই ‘ধুম মাচালে’ গেয়ে চমকে দেন। সুনীধি চৌহানের এই ‘সেক্সি’ নাম্বার শুনিয়ে রীতমতো বিচারকদের ‘ক্রেজি’ করলেন মানসী। তাঁর কণ্ঠের মাদকতা নজর এড়ায়নি কারুর। তবে মানসীর থেকে একটা গান শুনেই ক্ষান্ত থাকেননি বিচারকরা। তাঁর সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিশাল নিদান দেন, ‘লতাজি, আশাজি কিংবা ওল্ড স্কুলের কোনও গান, যাতে নাচা-গানা নেই তেমন কিছু আমাদের শোনাও’।
মিউজিশিয়ানদের সঙ্গে শলা-পরামর্শ করার পর মানসী সটান জানান, ‘আমি এটার জন্য এক্কেবারেই প্রস্তুত নই, তবে গেয়ে শোনাচ্ছি’। এরপরই সলিল চৌধুরীর কালজয়ী গান ‘না যেও না, রজনী এখনও বাকি’ গেয়ে শোনান মানসী। গানের হিন্দি ভার্সন (ও সজনা)-ও একসঙ্গে মিলিয়ে দেন মানসী। যা শুনে রীতিমতো ইমোশন্যাল বাদশা। চোখ ছলছল করে ব়্যাপারের। তাঁকে বলতে শোনা গেল, ‘মানসী তুমি আমার ফেভারিট প্রতিযোগী। তোমার মধ্যে সাহস আছে, আমি যেটা বলতে চাইছি, সেটা তুমি বুঝতে পারবে না। আমি ঠিক বলে বোঝাতে পারব না, তবে তোমার যে শিল্পীসত্ত্বা আছে সেটা আমাদের রক্ষা করতে হবে। সেটা আমরা করব’।
বাদশার এমন আবেগঘন রূপ থেকে থমকে যান শ্রেয়া। তিনি বলেন, ‘আমি কখনও বাদশাকে এমনভাবে দেখিনি। ওর চোখে জল… সত্যি ক্রেজি গার্ল মানসী, তোমার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে’।
শুধু মানসী নন, কলকাতার ছেলে প্রিয়াংশু দত্তর গান শুনে ইমোশন্যাল হয়ে পড়েন শ্রেয়া। তাঁর চোখ দিয়ে রীতিমতো জল গড়িয়ে পড়তে দেখা যায় ক্যামেরায়। অরিজিৎ সিং-এর গাওয়া বেদরদেয়া গেয়েই শ্রেয়ার মনে দাগ কাটলেন প্রিয়াংশু।
বাংলা রিয়ালিটি শো-এর জগতে পরিচিত নাম মানসী। স্টার জলসার সুপারস্টার সিঙ্গারের ফার্স্ট রানার আপও হয়েছেন তিনি। ওদিকে কলকাতায় লাইভ পারফরম্যান্সের জন্য নামডাক রয়েছে প্রিয়াংশুর।
প্রসঙ্গত আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাবে। তিন বিচারকের পাশাপাশি সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আদিত্য নারায়ণ।