সম্প্রতি ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে এসেছিলেন গোবিন্দা এবং নীলম। সেখানেই গোবিন্দা জানালেন তিনি স্টার কিড নন বলেন, বা তেমন বিত্তশালী পরিবারের কেউ নন বলে বলিউডে তাঁকে অনেক দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। পুরনো দিনের স্মৃতি হাতড়ে এদিন এই রিয়েলিটি শোয়ের মঞ্চে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: 'পরিচালকরা কেন আমার কথা ভাবেন না জানি না', দীর্ঘদিন পর পর্দায় ফিরে ক্ষোভ উগরে দিলেন বাবুল
আরও পড়ুন: দেবলীনার সঙ্গে হয়নি ডিভোর্স, জীবনের নতুন 'আলো'র সঙ্গে আলাপ করানোর পর এবার কী করলেন তথাগত?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে গোবিন্দা কী বললেন?
এদিন প্রতিযোগী মানসী ঘোষ গোবিন্দার থেকে জানতে চান যে তিনি কেন দেবদাস, তাল, ইত্যাদির মতো ছবি ছেড়েছেন? এই বিষয়ে এদিন গোবিন্দা জানান, তিনি গদর এক প্রেম কথা করেননি করুন সেখানে গালিগালাজ ছিল। তিনি এমনি কাউকে গালাগাল দেন না, সেখানে এই ছবিতে তো দেশের উদ্দেশ্যে গালিগালাজ ছিল। এক এক করে জানান কেন তাল এবং দেবদাস ছবিগুলো করেননি। বলেন, 'চুনি বাবু চরিত্রের সঙ্গে নিজেকে melate পারব না, চরিত্রে ঢুকতে পারব না বলে করিনি। যদি শাহরুখ এসে বলতেন, হয়তো ভেবে দেখতাম। কিন্তু বলিউড আমার তেমন কারও সঙ্গে বন্ধুত্ব নেই।' এরপরই গোবিন্দাকে বলতে শোনা যায় যে তিনি বলিউডে দুর্ব্যবহার পেয়েছেন।
এই বিষয়ে অভিনেতার কথায়, 'এমন অনেক জিনিস আছে যেগুলো আমার মনে হয়েছে ঠিক নয়, বা সেগুলো দেখে আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছি। তাই লোকজন কখনও কখনও আমায় ভুল বুঝেছে। আসলে সবাই ভুল বোঝে, কিন্তু সঠিকটা বুঝতে চায় না। বিশেষ করে যদি আপনি স্টার কিড বা বিত্তশালী পরিবারের কেউ না হন।'
গোবিন্দা এদিন আরও বলেন, ' আমায় বলা হতো কী ভাই টাইমে আসিসনি কেন? কী সমস্যা? আমি বলতাম স্যার, শ্যুট থেকে এসেছি। তো জবাব দিত ছাড় তো, শ্যুট তো চলতেই থাকে। আর অন্যদিকে ওখান যদি তখন কোনও স্টার কিড বা বিত্তশালী পরিবারের কোনও সন্তান আসত আর সে বলত কাল একটু মদ খেয়েছি, বেশিই খাওয়া হয়ে গেছিল তাই দেরি হল। তখন তাকে বলা হতো, চল চল হয় এসব।'
গোবিন্দার এই অভিযোগ, অনুযোগ শুনে অবাক হয়ে যান শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানিরা। অভিনেতার বলার কায়দায় হেসে ফেলেন তাঁর সহঅভিনেত্রী নীলম।
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।