ইন্ডিয়ান আইডল সিজন ১৫ একেবারে জমে উঠেছে। সম্প্রতি এই রিয়েলিটি শোতে অনুষ্ঠিত হয়ে গেল ৯০ এর দশকের গানের স্পেশ্যাল এপিসোড। আর সেখানে রীতিমত তাক লাগালেন এবারের এই রিয়েলিটি শোয়ের বাঙালি প্রতিযোগীরা। কিন্তু বাদ পড়লেন জ্যোতি প্রকাশ।
আরও পড়ুন: ভোজপুরির সঙ্গে বাঙালি পঞ্জাবি গানে মত্ত! ক্ষুব্ধ রানা সরকার লিখলেন, 'বাংলা গানের কি অভাব?'
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে?
গত শনি রবিবার সম্প্রচারিত হয় ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর ৯০ দশক বিশেষ পর্ব। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সঙ্গীতা বিজলানি। এদিন এই পর্বে যেমন নাচ, গান হয়েছে তেমন চলেছে ৯০ এর স্মৃতি উসকে নানা খেলা, বা স্মৃতিচারণ পর্ব। এই পর্বে বাঙালি প্রতিযোগীরা রীতিমত তাক লাগিয়েছেন। বিশ্বরূপ মিশমির জুটি হোক বা রঞ্জিনী তাঁরা তাঁদের পারফরমেন্সে নজর কেড়েছেন।
এই সপ্তাহের পাওয়ার প্যাক পারফরমেন্সের পুরস্কার পান বিশ্বরূপ এবং মিশমিই। অন্যদিকে জুটি হিসেবে সব থেকে কম নম্বর পেয়েছিলেন জ্যোতি প্রকাশ এবং রিতিকা। এরপর ভোটের বিচারে বাদ পড়েন জ্যোতি প্রকাশ। যদিও তিনি এর আগে একাধিক তাক লাগানো পারফরমেন্স দিয়েছেন, বিশেষ করে ফিরোজ খান স্পেশ্যাল এপিসোডে।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে বাঙালি প্রতিযোগীরা
ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা ১৫-তে জায়গা করে নিয়েছেন বাংলার সাত প্রতিযোগী। তালিকায় রয়েছেন, শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। এছাড়াও গুয়াহাটি, অসমের বাঙালি কন্যা মিশমি বসুও সেরা ১৫-তে নিজের জায়গা পাকা করেছে।
আরও পড়ুন: মেলবোর্ন ভাসল 'কোহলি তোদের বাপ' স্লোগানে, স্ট্যান্ডে নিজেকে সামলাতে পারলেন না অনুষ্কা! কী করলেন?