সদ্যই ইন্ডিয়ান আইডল সিজন ১৫ থেকে বাদ পড়েছেন বাংলার মেয়ে ময়ূরী সাহা। তাঁর এই এলিমিনেশন মানতে পারেননি অনেকেই। তাঁর গায়কী, সুরে সকলে এতটাই বিমোহিত ছিলেন যে আশা করেছিলেন তিনি ফাইনাল পর্যন্ত থাকবেন। কিন্তু সেটা না হওয়ায় নানা কটাক্ষ, ট্রোল, 'ফের বাঙালি খেদাও শুরু হয়েছে' বলে বিদ্রূপও করেছেন অনেকেই। কিন্তু নিজের এই সফর, বাদ পড়া গোটা বিষয়টা নিয়ে কী বললেন ময়ূরী?
আরও পড়ুন: যেন অশ্বমেধের ঘোড়া, বিশ্বজুড়ে ৬০০ কোটির গণ্ডি পার ছাবার! ১৭ দিনে ভারতে কত আয় করল ভিকির ছবি?
আরও পড়ুন: দেয়াশিনী এবং অতনুর দখলে এবারের সা রে গা মা পা -এর বিজয়ীর খেতাব! আরাত্রিকা, সাঁই, অনীকরা কে কী হলেন?
কী জানালেন ময়ূরী?
এদিন টলি ফ্যাক্টস নিউজ চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে ময়ূরী তাঁর বাদ পড়া নিয়ে বলেন, 'বাংলা থেকে অধিকাংশ মানুষ আশা করেছিলেন যে টপ ৫ বা টপ ১০, যাই হোক তাতে আমি যাব। কিন্তু এটা জীবনের অংশ। এটা নিয়ে এতটা ভেঙে পড়লে হবে না। যে কোনও সফরের এলিমিনেশন একটা অংশ। যে চ্যাম্পিয়ন হবে সেও একদিন বাদ যাবে। ইন্ডিয়ান আইডল তো সারা জীবন চলবে না। আমার যে এতে কোনও রাগ বা কোনও দুঃখ পেয়েছি সেটা হয়নি। আমার কাছে এই গোটা সফরটাই একটা পাওনা ছিল। একটা অতিরিক্ত পাওনা।'
তিনি এদিন আরও জানান, ‘আমার খারাপ লাগার জায়গা একটাই যে আমি এগুলো সব মিস করব। তাছাড়া আমার খারাপ লাগা কিছু নেই। এখান থেকে বেরোনোর পর আমার একটা নতুন সফর শুরু হবে যেখানে আমি শো করব, স্বাধীন ভাবে কাজ করব, নিজের মতো সাজাব আমার গোটা সঙ্গীতের সফরটা।’ ময়ূরী বাদ পড়লেও এখনও বাঙালিদের মধ্যে প্রিয়াংশু দত্ত, মানসী ঘোষ, মিশমি বসু প্রমুখ রয়েছেন ইন্ডিয়ান আইডলের লড়াইয়ে।
আরও পড়ুন: শ্রেয়ার কণ্ঠে যেন ফিরলেন খোদ লতা! ইন্ডিয়ান আইডলে ‘লগ যা গলে’র জাদুতে মুগ্ধ শ্রোতারা
আরও পড়ুন: ‘এই অধ্যায়ের জন্য কৃতজ্ঞ’, সা রে গা মা পা -এর সফর শেষ হতেই 'অমূল্য স্মৃতি'র পাতায় ডুব অন্তরার
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।