ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিগত কিছুদিন ধরেই মিশমি বসু এবং প্রিয়াংশু দত্তকে নিয়ে নানা রকম মজা করা হচ্ছিল। তাঁদের বন্ধুত্ব যে আর বন্ধুত্বে আটকে নেই, তার বেশি সেটার ইঙ্গিত মিলছিল বারবার। এবার সেই বিষয়েই নীরবতা ভাঙলেন প্রতিযোগী। ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে নিজের মনের কথা জানিয়েই দিলেন মিশমি? কী ঘটল শেষ পর্যন্ত?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে?
এদিন সোনি চ্যানেলের তরফে একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গেল এতদিন যে বিষয় নিয়ে বিস্তর জল্পনা চর্চা চলেছে সেটাই ঘটল ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে। প্রিয়াংশুর প্রতি যা ফিল করেন, সমস্ত মনের কথা প্রকাশ্যে জানালেন মিশমি।
মিশমি এদিন তাঁর কথার শুরুতে বলেন, 'আমার কিছু বলার আছে, সবার সঙ্গে শেয়ার করার আছে। বিশেষ করে প্রিয়াংশুকে বলার আছে। আমরা বন্ধু হিসেবেই আমাদের পথ চলা শুরু করেছিলাম। আমি কিন্তু খুব সিরিয়াস যখন এটা বলছি। তুই আমার খুব ভালো বন্ধু।
ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব, সম্পর্ক আরও গভীর হয়েছে, শক্তিশালী হয়েছে। তুই সকালে আমাকে ঘুম ডেকে তুলিস যাতে আমার দেরি না হয়। আমি অনেক সময় খাবার খাই না। মিলস স্কিপ করে যাই। তো শেখ সবসময় থাকে আমার জন্য খাবার হাতে নিয়ে।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'ওর মন খুব সুন্দর। আর আমার ওর গলার থেকেও মনটা বেশি পছন্দ। আমি খুব খুশি যে তুই আমার জীবনে আছো।'
আরও পড়ুন: ফেডারেশনের রক্ত চক্ষুর সামনে কৌশিক-জয়দীপ! শ্যুটিংয়ের অনুমতি পেলেন অরিন্দম?
এরপর এদিন মিশমিকে প্রিয়াংশুর জন্য 'ক্যায়সে হুয়া ক্যায়সে হুয়া তু ইতনা জরুরি ক্যায়সে হুয়া' গানটি গাইতে দেখা যায়। অবশেষে তিনি তাঁর বিশেষ বন্ধুটির উদ্দেশ্যে বলেন, 'আমি একটা কনফেশন করতে চাই। আমি তোমায় খুব পছন্দ করি।' তিনি এই কথা বলতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সবাই। প্রিয়াংশুকে কোলে তুলে ঘোরাতে শুরু করেন তাঁর বন্ধুরা। অন্যদিকে তাঁদের ঘিরে গোল গোল করে চলে নাচ। শ্রেয়া ঘোষাল এদিন তাঁদের কাণ্ড দেখে বলেন, 'তাহলে হ্যাশট্যাগ মিসপ্রি শুরু করা যাক?'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।