প্রায় শেষের পথে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। সম্প্রতি সম্প্রচারিত হয়ে গেল এই রিয়েলিটি শোয়ের সেমি ফাইনাল। সেখানে হাজির ছিলেন বলিউডের প্রবাদপ্রতিম পরিচালক তথা প্রযোজক করণ জোহর। আর সেই পর্ব থেকে বাদ পড়লেন দুজন। টপ ৬ এ জায়গা পাকা করলেন কারা?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর সেমি ফাইনাল থেকে বাদ পড়লেন কারা?
এদিন বিচারকদের নম্বরের বিচারে বটম থ্রিতে পৌঁছন রাগিণী শিন্ডে, অনিরুদ্ধ এবং মিশমি বসু। শেষ পর্যন্ত এই তিনজনের মধ্যে ভোটের নিরিখে টপ ৮ থেকে বাদ পড়েন ২ জন। আর এই দুজন হলেন রাগিণী শিন্ডে এবং অসমের মেয়ে মিশমি বসু।
কারা টপ ৬ এ জায়গা পাকা করলেন ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে?
টপ ৮ এ ছিলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, মিশমি বসু, চৈতন্য দেবাদে, রাগিণী শিন্ডে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা এবং প্রিয়াংশু দত্ত। এবার টপ ৬ এ রইলেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, চৈতন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা এবং প্রিয়াংশু দত্ত। ফলে এঁদের মধ্যে বাংলা থেকে রয়ে গেলেন ৩ জন। এবার দেখার পালা এটাই যে যে শেষ পর্যন্ত নিন্দকদের কথা মতো বাঙালি খেদাও জারি থাকে নাকি শেষ পর্যন্ত কোনও বাঙালির মাথাতেই সেরার শিরোপা ওঠে।
রাগিণীর বিশেষ সুযোগ
এদিন বাদশা জানিয়েছেন রাগিণী শিন্ডে ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে বাদ পড়লেও তিনি তাঁর সঙ্গে একটি গান রেকর্ড করতে চলেছেন। এর আগে ইন্ডিয়ান আইডলে থাকাকালীনই প্লেব্যাকের সুযোগ পেয়েছেন মানসী। এবার সেই সুযোগ পেলেন রাগিণীও। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, বাদশাই রাগিণীকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন: একরত্তি দুয়া নয়, কার জন্য রাতের পর রাত দু'চোখের পাতা এক করতে পারছেন না দীপিকা? কে জাগিয়ে রাখছেন?
আরও পড়ুন: প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গান! আইপিএলের উদ্বোধনে ছুটল শ্রেয়া ম্যাজিকের ছররা
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
গত বছরের ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।