ইন্ডিয়ান আইডল ১৫ এ বিশেষ অতিথি হয়ে ছিলেন নানা পাটেকর। সেই পর্বেই বাংলার ছেলে প্রিয়াংশু দত্ত গান গেয়ে তাক লাগিয়ে দেন সকলকে। তাঁর গানে মুগ্ধ হয়ে যান ২ বিচারক সহ বিশেষ অতিথি। বর্ষীয়ান অভিনেতা তো ভারাক্রান্ত গলায় একটা বিশেষ আবদারও জানিয়ে বসেন প্রতিযোগীকে। কী সেটা?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে?
এদিন সোনি চ্যানেলের তরফে একটি ক্লিপ প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে পারফর্ম করছেন এবারের বাংলার অন্যতম প্রতিযোগী প্রিয়াংশু দত্ত। তিনি আমির খান অভিনীত দঙ্গল ছবিটি থেকে অরিজিৎ সিংয়ের গাওয়া নয়না গানটি গাইছেন। আর তাঁর গান শুনে মুগ্ধ পারফরমেন্সের মাঝেই বারবার তারিফ করতে থাকেন এদিনের বিশেষ অতিথি নানা পাটেকর।
এদিন প্রিয়াংশু গান শেষ করতেই দেখা যায় তবে সহপ্রতিযোগীদের সবার চোখে জল। চোখে জল বাদশা, শ্রেয়া ঘোষাল এবং নানা পটেকরেরও। তাঁরা সকলেই উঠে প্রিয়াংশুর জন্য হাততালি দেন। এরপরই বর্ষীয়ান অভিনেতাকে দেখা যায় প্রতিযোগীকে একটি অনুরোধ করতে। তিনি বলেন, 'আরও একবার কিছুটা অন্তত গেয়ে শোনাবে গানটা?' জবাবে সম্মতি জানান তিনি। এবং আবারও গানটির কিছুটা অংশ গেয়ে শোনান।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এবারের বিজয়ী হওয়ার অন্যতম দাবিদার।' আরেকজন লেখেন, 'ভীষণ ভালো গাইল। শুনেই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আহা কী দরদী গলা!'
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
আরও পড়ুন: ৫ বছর পর ফের কবীরের সঙ্গে জুটি বাঁধছেন সলমন? বজরঙ্গী ভাইজান - ভারতের পর আসছে কোন ছবি?
এবারের ইন্ডিয়ান আইডল ১৫ তে বাঙালি প্রতিযোগীরা
ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা ১৫-তে জায়গা করে নিয়েছেন বাংলার সাত প্রতিযোগী। তালিকায় রয়েছেন, শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। এছাড়াও গুয়াহাটি, অসমের বাঙালি কন্যা মিশমি বসুও সেরা ১৫-তে নিজের জায়গা পাকা করেছে।