ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে চলতি সপ্তাহে অরিজিৎ সিংকে আর অনুকরণ করবেন না প্রিয়াংশু দত্ত। গাইবেন না তেমন কোনও গান। বরং ৯০ এর দশকের একটি গান গেয়েই তাক লাগাবেন। শুধু তাই নয়, তাঁর এবং মিশমির রসায়ন মুগ্ধ করল শ্রেয়া ঘোষালকেও।
আরও পড়ুন: অসমবয়সী প্রেমের গল্পে দিতিপ্রিয়ার বিপরীতে জিতু! ধারাবাহিকের নাম বদলে 'তোমাকে ভালোবেসে' থেকে হল কী?
কী ঘটেছে?
এদিন সোনি চ্যানেলের তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রিয়াংশু দত্ত ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি থেকে তু চল ম্যায় আয়ি গানটি গাইছেন। আর প্রতিযোগীদের আসন থেকেই তাঁকে সাপোর্ট করছেন তাঁর বন্ধু মিশমি। নারী কণ্ঠের জায়গাটা গাইছেন তিনি। তাঁরা প্রায় একে অন্যের চোখে ডুবে গানটি পারফর্ম করেন। আর সেটা দেখেই মুগ্ধ হয়ে যান শ্রেয়া ঘোষাল। তারিফ করেন দুজনের রসায়ন।
এদিন শ্রেয়া ঘোষাল বলেন, 'দুজনের কেমিস্ট্রি তো দুর্দান্ত।' সেটা শুনেই এদিনের অন্যতম বিশেষ অতিথি মণীশ বহেল বলেন, 'শ্রেয়া ম্যাম যে কেমিস্ট্রির কথা বলছিলেন সেটা তো দারুণ। একজন ছেলে আর মেয়ে কখনও বন্ধু হতে পারে না।' তাঁর এই কথা শুনে প্রিয়াংশু আর মিশমি একে অন্যের দিকে তাকিয়ে থাকেন লাজুক মুখে।
এই বিষয়ে বলে রাখা ভালো কিছুদিন আগে প্রিয়াংশুর প্রতি যা ফিল করেন, সমস্ত মনের কথা ইন্ডিয়ান আইডলে প্রকাশ্যে জানালেন মিশমি। মিশমি সেদিন তাঁর কথার শুরুতে বলেন, 'আমার কিছু বলার আছে, সবার সঙ্গে শেয়ার করার আছে। বিশেষ করে প্রিয়াংশুকে বলার আছে। আমরা বন্ধু হিসেবেই আমাদের পথ চলা শুরু করেছিলাম। আমি কিন্তু খুব সিরিয়াস যখন এটা বলছি। তুই আমার খুব ভালো বন্ধু। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব, সম্পর্ক আরও গভীর হয়েছে, শক্তিশালী হয়েছে। তুই সকালে আমাকে ঘুম ডেকে তুলিস যাতে আমার দেরি না হয়। আমি অনেক সময় খাবার খাই না। মিলস স্কিপ করে যাই। তো ও সেখানে সবসময় থাকে আমার জন্য খাবার হাতে নিয়ে। ওর মন খুব সুন্দর। আর আমার ওর গলার থেকেও মনটা বেশি পছন্দ। আমি খুব খুশি যে তুই আমার জীবনে আছিস।'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।