সদ্যই প্রেম দিবসের সময় বড় পর্দায় ফের মুক্তি পেয়েছিল সনম তেরি কসম। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে ছবিটি। একই সঙ্গে চর্চায় উঠে আসে ছবিটির সিক্যুয়েল আসবে কিনা সেটা নিয়ে। এবার সেই বিষয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে বড়সড় ইঙ্গিত দিলেন ছবির পরিচালক জুটি। শুধু তাই নয় বাংলার মেয়ে মানসী ঘোষের কাছেও হয়তো এটার সঙ্গে আসতে চলেছে সুবর্ণ সুযোগ!
আরও পড়ুন: পুরনো পরিচালক গিল্ডে ঘর ওয়াপসি সৃজিত, রাহুল, অরিন্দমদের! নতুন গিল্ডকে কি ব্রাত্য করল ফেডারেশন?
আরও পড়ুন: বাবা নাকি স্বামী, কার লেখা বেশি পছন্দের? ইন্ডিয়ান আইডলে মানসী গুগলি দিতেই শাবানা বললেন...
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে?
এদিন ইন্ডিয়ান আইডলের মঞ্চে আসতে চলেছেন সনম তেরি কসম ছবির পরিচালক জুটি। সেখানে তাঁদের সামনে পারফর্ম করেন মানসী ঘোষ। তিনি অরিজিৎ সিংয়ের গাওয়া এই ছবি থেকে তেরা চেহারা গানটি গান। সেটা শুনে মুগ্ধ হয়ে যান দুজনেই। বিনয় সাপ্রু বলেন, 'অসম্ভব সুন্দর।'
অন্যদিকে রাধিকা রাও মানসীর উদ্দেশ্যে বলেন, 'আমাদের অ্যালবামে কেবল অরিজিৎ সিং জির ভার্সন আছে। কখনও ফিমেল ভার্সন করা হয়নি। যদি এই গানটা শুনতাম তাহলে হয়তো থাকতো। সনম তেরি কসম ২-তে থাকবে।' তবে সেই সুযোগ মানসীই পাবেন কিনা সেটা জানাননি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, মানসী ঘোষ কিন্তু ইন্ডিয়ান আইডলের মঞ্চে থাকতে থাকতেই প্লেব্যাক করে ফেলেছেন। ললিত পন্ডিত তাঁকে সেই সুযোগ দিয়েছেন। তিনি ললিত পন্ডিতের আসন্ন ছবিটি মান্নু কেয়া কারোগেতে প্লেব্যাক করেছেন। জানা গিয়েছে এই ছবিতে একটি গান গেয়েছেন শান। আর তাঁর সঙ্গে সেই গানেই মহিলা কণ্ঠ হিসেবে শোনা যাবে মানসীর গলা।
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।