ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে এ কি কাণ্ড! এতগুলো মাস পেরোনোর পর এখনও প্রতিযোগীদের নাম মুখস্থ হল না শ্রেয়া ঘোষালের! একবার নয়, রিয়েলিটি শোয়ের মঞ্চে মানসীকে দুবার ময়ূরী বলে ভুল করলেন গায়িকা! কিন্তু কেন? কী ঘটেছে?
আরও পড়ুন: ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা শোভনের, নতুন সাজে কোন চমক নিয়ে আসছে আমি বাংলায় গান গাই?
কী হয়েছে ইন্ডিয়ান আইডলের মঞ্চে?
এদিন মানসী পারফর্ম করার পর মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে পড়েন সমস্ত বিচারকরা। শ্রেয়া এবং বিশাল দুজনেই তারিফ করতে শুরু করেন। বাদ যাননি রবিবারের পর্বের বিশেষ অতিথি নীলম। এদিন বিশাল দাদলানিকে বলতে শোনা যায়, 'এমন ভাবে গাইল যেন সমুদ্রে আছে।' জবাবে মুগ্ধ শ্রেয়া বলেন, 'ও সব গাইতে পারে।' এরপর বিশালকে বলতে শোনা যায়, 'কোনও শ্বাস না নিয়ে এভাবে.... আমারই শ্বাস বন্ধ হয়ে আসছিল। কোথায় শ্বাস নিলে বোঝাই গেল না। এটা পাগলামি, এটা পাগলামি ছাড়া কিছু না। তুমি পাগল।'
বিশাল থামতেই নিজের মুগ্ধ জাহির করেন শ্রেয়া। আর তখনই বাঁধান বিপত্তি। বলেন, 'তুমি জানো ময়ূরীর সঙ্গে কী হয়? ও, সরি সরি। মানসী। কটা বাজে গো? এটা শ্রেয়া ও ক্লক!' তিনি ফের বলতে শুরু করেন, 'মনে হয় না কোনও যুগে ওর মতো গলা এসেছে। ও ভীষণ ইউনিক। যেমন মিষ্টি, তেমন জোর গলায়। যেমন পারফরমেন্স করে, তেমন রকস্টার। সব কিছু আছে ওর মধ্যে। আমার মনে হয় না এমন গলা এসেছে গত শতকে। এত সুন্দর, এত ইউনিক।'
এত প্রশংসার মাঝে আবারও মানসীর নাম ভুল করে শ্রেয়া। বলেন, 'আলাদা আন্দাজ একদম। এটা ময়ূরীফিকেশন। ওহ সরি। মানসীফিকেশন। আসলে খাচ্ছিলাম তো, মাঝেপথে থালা নিয়ে চলে গেল। খুব খিদে পাচ্ছে। আমার সব ক্যালোরি ক্র্যাশ করছে।'
ফলে বোঝাই যায় যে এদিন খিদের চোটেই মানসীর নাম ভুল করছিলেন শ্রেয়া।
আরও পড়ুন: 'পরিচালকরা কেন আমার কথা ভাবেন না জানি না', দীর্ঘদিন পর পর্দায় ফিরে ক্ষোভ উগরে দিলেন বাবুল
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।