ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে চলতি সপ্তাহে ফিরোজ খান বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে। ফিয়ারলেস ফিরোজ পর্বে এদিন জিনাত আমান এবং ফারদিন খান অতিথি হয়ে আসছেন। সেখানেই, অর্থাৎ সেই পর্বেই বাংলার শুভজিৎ চক্রবর্তী তাঁর গান দিয়ে আরও একবার মুগ্ধ করবেন সকলকে।
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল ১৫ তে?
এদিন সোনি টিভির তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাংলার ছেলে শুভজিৎ চক্রবর্তী তাঁর খোল বাজিয়ে ধর্মাত্মা ছবি থেকে তেরে চেহরে ম্যায় ও জাদু হ্যায় গানটি গেয়ে শোনান। আর সেটা শুনেই মুগ্ধ হয়ে যান শ্রেয়া ঘোষাল। তিনি তারিফ করে বলে ওঠেন, 'এই ১৫ সিজনের আপনি অন্যতম সেরা গায়ক।' এরপর গায়িকাকে উঠে গিয়ে প্রতিযোগীর কানের নিচে কালো টিকা লাগাতে দেখা যায় যাতে নজর না লাগে।
ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই তাতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বাংলা থেকে পরের অরিজিৎ সিং হচ্ছে শুভজিৎ।' কেউ আবার লেখেন, 'অরিজিৎ স্যারের পর বাংলা থেকে আবার যদি কোনও বাঘ উঠে আসে তাহলে সেটা আপনিই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটাই আমাদের সমস্যা জানেন। কেউ যদি একটু ভালো গান গায় তাকে আমরা বিভিন্ন শিল্পীর সাথে তুলনা করি। অরিজিৎ, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর তাঁরা সবাই তাদের নিজ গান এং নিজ পরিচয়ে মহামান্বিত।। তেমনি শুভজিত তার নিজ পরিচয়ে জায়গা করে নিক, কারও ছায়াতলে না। সে অনেক ভালো গান করে।' কেউ আবার জানিয়েছেন তাঁরা শুভজিতের গলায় আমি যে তোমার গানটি শুনতে চান।
ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে জিনাত আমান এবং ফারদিন খান
এদিন ফারদিন খান শুভজিৎ চক্রবর্তী যে গানটি গেয়েছেন সেটা প্রসঙ্গে কথা বলতে বলেন, 'এই গানের শ্যুটিং চলছিল যখন তখন শট পাওয়া যাচ্ছিল না, বা কিছু তো উনি রাগের মাথায় পায়ের কাছে যা যা পেয়েছে তাতে লাথি মেরেছে। আর সেটা ছিল হেমাজির মেকআপ বক্স। জিনাতজি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ওঁকে বেবি বলে ডাকতেন। আপনিও কি ওঁকে বেবি বলে ডাকতেন?' জবাবে জিনাত আমান বলেন, 'ও আমায় কী বলে ডাকত সেটা আমি মোটেই বলব না।' তাঁদের মশকরায় হেসে ওঠেন সকলে।
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।