ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর টপ ৬ নির্বাচিত হয়ে গিয়েছে। কিন্তু তার আগে টপ ৮ এর পারফরমেন্সে মানসী ঘোষ রীতিমত তাক লাগিয়ে দেন। তাঁর গান শুনে রীতিমত মুগ্ধ হয়ে যান করণ জোহর! তাঁর সঙ্গে তুলনা টানেন আশা ভোঁসলের।
আরও পড়ুন: আকাশ-শুভলক্ষ্মীর বিয়ের সময়ই ফের 'গৃহপ্রবেশ' ঘটবে আদৃতের! ত্রিকোণ সম্পর্কের পরিণতি হবে কী?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে?
শনিবারের সেমি ফাইনাল পর্বে মানসী ঘোষ ব্রেকআপ সং এবং দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড গান দুটো গান কিন্তু একটু হাটকে স্টাইলে। মানসী ক্লাসিক্যাল স্টাইলে রণবীর কাপুর অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির ব্রেকআপ সংটি গান। আর সেটা শুনেই রীতিমত ছিটকে যান বিচারকরা। তার সঙ্গে দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড গানটির অমন মিশেল শুনেও তাজ্জব হন।
মানসীর গান শেষ হতেই করণ জোহর বলে ওঠেন, 'ওয়াও! কী দুর্দান্ত! আশা জি যেমন ভাবে নিজের স্বর বদলাতেন, একেবারে আলাদা একটা জোনে চলে যেতেন। আমার খুব ভালো লাগল যে তুমিও ঠিক তাই করলে। আশা জিকে অনেক শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েই আমি বলছি আপনার মধ্যেও সেই গুণ আছে যে আপনি আপনার স্বর বদলাতে পারেন। গান, স্কেল সবটা মাথায় রেখে যে এটা করলে ভালো লাগল।'
অন্যদিকে বিশাল দাদলানি বলেন, 'আমরা যখন স্টেজে উঠি কী চাই দর্শকরা পাগল হয়ে যান আমাদের গানের সঙ্গে। আর তুমি যতবার মঞ্চে ওঠো ততবার সেটাই করো। খুব ভালো লাগল।'
বলাই বাহুল্য মানসী টপ ৬ এ নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এদিন টপ ৮ থেকে ছিটকে যান মিশমি এবং রাগিণী। সেটা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ নেটিজেনরা। তাঁদের মতে রাগিণী অনেক বেশি ভার্সেটাইল। মানসী একই ধরনের গান করেন। কারও মতে আবার তিনি নাকি খুব খারাপ গান করেন। মিশমি বা রাগিণীর টপ ৬ এ যাওয়া উচিত ছিল। যদিও মানসী অনুরাগীদের মতে এবারের ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর খেতাব একজন মেয়েই জিতবেন, আর সেটা মানসী।
আরও পড়ুন: ২ মিলিয়ন ভিউজে আয় মাত্র ১২ ডলার! মাথায় হাত কন্টেন্ট ক্রিয়েটরদের, খুশি নেটপাড়ার একাংশ, কেন?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।