ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে চলতি সপ্তাহে সম্প্রচারিত হতে চলেছে রাজ কাপুর বিশেষ এপিসোড। এই বছর জন্ম শতবর্ষ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার এই প্রবাদপ্রতিম অভিনেতার। আর সেই উপলক্ষ্যে এই বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে। সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন করিশ্মা। সেখানেই দাদুর স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে রাজ কাপুর বিশেষ পর্ব
এদিন সোনি চ্যানেলের তরফে একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই রিয়েলিটি শোতে রাজ কাপুর স্পেশ্যাল এপিসোড সম্প্রচারিত হতে চলেছে। সেখানে প্রিয়াংশু দত্ত এবং ময়ূরী সাহা জুটি বেঁধে পারফর্ম করবেন। তাঁরা পেয়ার হুয়া গানটি গেয়ে শোনান শ্রী ৪২০ ছবিটি থেকে। এই গান শুনে মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে হাততালি দেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানিরা। তবে আবেগে ভেসে যান করিশ্মা কাপুর।
আরও পড়ুন: ডায়েট ভুলে বার্গার - ভাজাভুজিতেই জমলো ভুরিভোজ! কোথায় জীবনের 'সেরা দিন'টা কাটালেন বিরাট - অনুষ্কা?
তাঁদের গান শুনে আবেগঘন হয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী। নিজেকে সামলে নিয়ে বলেন, 'দুঃখিত আমি অতিরিক্ত আবেগঘন হয়ে পড়ছি। আমি যখন ছোট ছিলাম ভাবতাম আমি কি আদৌ কিছু করে উঠতে পারব? আমার দাদু এত গুণী মানুষ, আমি কি কিছু করতে পারব? ধন্যবাদ দাদু যে আপনি আমায় একটা ছোট্ট সুযোগ দিয়েছেন নিজেকে গর্বিত করার, আপনার নাতনি হওয়ার।'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।