গত সপ্তাহে ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বলিউডের জনপ্রিয় কম্পোজার ললিত পণ্ডিত। সেখানেই তিনি রবিবারের পর্বের শেষে বাংলার মেয়ে এবং এবারের অন্যতম প্রতিযোগী মানসী ঘোষকে দিলেন এক বিরাট সুযোগ। কী? প্লেব্যাক গাওয়ার।
আরও পড়ুন: ৫০-এ পা রুদ্রনীলের, কেক কেটে-ডিজে বাজিয়ে উদযাপনে ভাসলেন কৌশিক-রূপাঞ্জনা-জিতুরা!
কী ঘটেছে?
রবিবারের পর্বে মানসী ঘোষ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি থেকে আশা ভোঁসলে এবং অভিজিৎ ভট্টাচার্যর গাওয়া জারা সা ঝুম লু ম্যায় গানটি গান। আর তাঁর সেই গান শুনে রীতিমত মোহিত হয়ে যান ললিত পণ্ডিত এবং অভিজিৎ ভট্টাচার্য। গায়ক তো নিজে উঠে গিয়ে মানসীর সঙ্গে গান গান।
এরপর দেখা যায়, পর্বের একদম শেষে সঞ্চালক আদিত্য নারায়ণ ললিত পণ্ডিতকে জিজ্ঞেস করছেন যে এঁদের মধ্যে থেকে কোন মহিলা প্রতিযোগীকে তিনি তাঁর ছবিতে গাওয়ার সুযোগ দেবেন। উত্তরে ললিত পণ্ডিত মানসীর নাম নেন। প্রথমে বা বুঝলেও, পর আনন্দ, উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। শুভেচ্ছা জানান শ্রেয়া, বিশালরাও। শ্রেয়া বলেন, 'দারুণ পারফর্ম করে এসো।'
এরপর ললিত পণ্ডিত জানান তাঁর সেই আসন্ন ছবিটির নাম মান্নু কেয়া karoge। এই ছবিতেই একটি গান গেয়েছেন শান। আর তাঁর সঙ্গে সেই গানেই মহিলা কণ্ঠ হিসেবে শোনা যাবে মানসীর গলা। সেটা শুনে বিশাল দাদলানি বলে ওঠেন, 'আমরাও দেখব মান্নু কেয়া কারোগেতে মানসী কী করেছে।' বলাই বাহুল্য এমন রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে এমন সুযোগ পাওয়া এক বিরাট ব্যাপার।
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।