ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে এদিন রঞ্জিনী সেনগুপ্ত কিশোর কুমারের গাওয়া ঝুমরু গানটি গাইতে গিয়ে লিরিক্স ভুলে যান। যদিও গান থামাননি। তবে ভুল লিরিক্স দিয়ে গান গাওয়ার কারণে নিজেই মুখ কাঁচুমাচু করে ফেলেন। তখন বিশেষ টিপস দিলেন শ্রেয়া। নিজের অভিজ্ঞতা দিয়ে কী জানালেন?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে রঞ্জিনীকে কী জানালেন শ্রেয়া?
এদিন দেখা যায় বাংলার মেয়ে রঞ্জিনী সেনগুপ্ত কিশোর কুমারের ১৯৬১ সালে মুক্তি পাওয়া ঝুমরু ছবিটি থেকে ম্যায় হু ঝুম ঝুম ঝুমরু গানটি পারফর্ম করছেন। কিন্তু গাইতে গাইতেই আচমকা লিরিক্স ভুলে যান তিনি। তবে তার জন্য গান থামিয়ে দেননি। উল্টে অন্য লিরিক্স নিজের মতো বানিয়ে গেয়ে দেন। তবে গান শেষ হতেই মুখ থেকে উবে যায় হাসি। কাঁচুমাচু মুখ করে তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখে বিশাল দাদলানি বলেন, 'আরে ওরম করছ কেন? আমরা তো তোমায় ভালো নম্বর দিচ্ছি।'
এরপর শ্রেয়া ঘোষাল নিজের অভিজ্ঞতা জানিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। গায়িকা বলেন, 'আমি গর্বের সঙ্গে এটা বলছি যে আমি আমার কনসার্টে এমন অনেক করেছি। করি। নিজের গাওয়া গানের অন্তরা ভুলে যাই।' তাঁর কথার রেশ ধরে বাদশা বলেন, 'ম্যাম এত গান ভুলে যান যে ওঁর ক্লিপ ভাইরাল হয়ে যায়।'
এরপর শ্রেয়া আবারও বলে ওঠেন, 'হ্যাঁ, একদমই তাই। অনস্পট নিজের মতো লিরিক্স বানাই। ফ্যানরা আসল লিরিক্স দিয়ে গাইছে, আর আমি অন্য কিছু গাইছি। ওরা কনফিউজড হয়ে যায় যে আসল গায়িকা তো এ। এ অন্য কিছু গাইছে, তাহলে এটা ঠিক। আমি কনফিউজ করে বেরিয়ে যাই। কনফিডেন্সটাই আসল। আর তুমি তো ভালো গেয়েছ। হাসো এবার।'
আরও পড়ুন: ৭০-এও চিরযৌবনা! কপিলের শোতে সালামে ইশকের তালে ঠুমকা রেখার, সঙ্গ দিলেন কে?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।