সম্প্রতি ইন্ডিয়ান আইডলে মহেশ ভাট বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে হাজির ছিলেন খোদ বর্ষীয়ান পরিচালক। আর সেই পর্বেই ঘটল এক বিশেষ ঘটনা। ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে বিগত কিছুদিন ধরে শ্রেয়া ঘোষালকে দেখা যাচ্ছে না। তবে এদিন তিনি মঞ্চে না থেকেও ধরা দিলেন ভিডিয়ো কলে। সেখানেই কী কাণ্ড ঘটালেন তিনি?
আরও পড়ুন: স্টার কিড হয়েও কিশোর কুমার কে সেটাই জানতেন না আলিয়া! প্রথম দেখায় রণবীরকে কী প্রশ্ন করেছিলেন
আরও পড়ুন: 'আমি একা নই', বাবার মৃত্যুশোকে কাতর, তবুও ভরত দেব ভার্মার জন্য কী লিখলেন রিয়া?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে?
এদিন কলকাতার প্রতিযোগী ময়ূরী সাহাকে হাম হ্যায় রাহি পেয়ার কে ছবি থেকে কুমার শানু, আলকা ইয়াগ্নিকের গাওয়া ঘুনঘাটকে আড় সে দিলবর কা গানটি গাইতে শোনা যায়। তাঁর গানে মুগ্ধ হয়ে যান বিচারকরা। ময়ূরীর গান শুনে মহেশ ভাট বলেন, 'কেউ মন দিয়ে গাইলে সেটার ছাপ অনেকদিন থেকে যায়।'
এরপরই বিশাল দাদলানিকে শ্রেয়া ঘোষালকে ফোন করতে শোনা যায়। তাঁকে ফোন করে বিচারক বলেন, 'যার জন্য ময়ূরী আজ এখানে সে আজ ওর জন্য কিছু গাক।' তখনই শ্রেয়াকে খালি গলায় ওই একই গান গাইতে শোনা যায় ভিডিয়ো কলে। আর সেটা শুনে লজ্জায় মুখ ঢেকে ফেলেন প্রতিযোগী। মুগ্ধ হয়ে ওই জায়গা দিয়েই সরে যান বাদশা এবং আদিত্য নারায়ণ।
এবারের ইন্ডিয়ান আইডল ১৫ তে বাঙালি প্রতিযোগীরা
ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা ১৫-তে জায়গা করে নিয়েছেন বাংলার সাত প্রতিযোগী। তালিকায় রয়েছেন, শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। এছাড়াও গুয়াহাটি, অসমের বাঙালি কন্যা মিশমি বসুও সেরা ১৫-তে নিজের জায়গা পাকা করেছে।
আরও পড়ুন: কনসার্টে তখন গানে মত্ত দিলজিৎ, আচমকাই মঞ্চে উঠে প্রেমিকাকে প্রোপোজ যুবকের! তারপর....?
আরও পড়ুন: 'মনে করুন ওখানে অভিষেকের লাশ', হাজার চুরাশি কী মায়ে সন্তানের মৃতদেহ চেনার সিনে কী বলা হয় জয়া বচ্চনকে?
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।