চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর চতুর্থ এলিমিনেশন হয়ে গেল। আর সেখানেই বাদ পড়লেন এবারের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী সৃজন পোড়েল। আর তাঁর এই বাদ পড়া মোটেই ভালো ভাবে নেননি তাঁর অনুরাগী এবং দর্শকরা।
আরও পড়ুন: বক্স অফিসে ১৫ কোটির গণ্ডি পেরোতেই আন্তর্জাতিক সফরে খাদান! কোন দেশে মুক্তি পাচ্ছে দেবের ছবি?
কী ঘটেছে?
এই সপ্তাহে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে বাংলার ছেলে সৃজন পোড়েল রক অন ছবি থেকে টাইটেল ট্র্যাক গানটি গান। তাঁর পারফরমেন্স মোটের উপর বিচারকদের ভালো লাগলেও, কিছু জায়গায় ভুল ভ্রান্তি ছিল। তাঁরা সেগুলো ধরিয়েও দেন। এই সপ্তাহে যে তিন প্রতিযোগী সব থেকে কম নম্বর পেয়েছেন তাঁদের অন্যতম ছিলেন সৃজন। এবার রিয়েলিটি শোয়ের নিয়ম অনুযায়ী এই তিনজনের প্রাপ্ত ভোটের নিরিখে যে সব থেকে কম ভোট পাবে সে এলিমিনেট হতো। তাই এই ভোটের সংখ্যার নিরিখেই এই সপ্তাহে শো থেকে বাদ পড়েন সৃজন। তাঁর সঙ্গে আরও যে দুজন সব থেকে কম নম্বর পেয়েছিলেন তাঁরা হলেন শুভজিৎ এবং রীতিকা। অন্যদিকে সপ্তাহের সেরা পারফরমেন্সের খেতাব জয় করেন মানসী ঘোষ। প্রসঙ্গত মানসী ঘোষ কিন্তু তাঁর পারফরমেন্সের জোরেই ললিত পণ্ডিতের শোতে প্লেব্যাক করে এলেন।
আরও পড়ুন: গোলাপ কাণ্ডের জের! মিশমির মান ভাঙাতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সাধের চুল কেটে ফেললেন প্রিয়াংশু?
কে কী বলছেন?
এদিন সৃজন বাদ পড়ায় তাঁর অনুরাগীরা মোটেই খুশি নন। এক ব্যক্তি লেখেন, 'এঁদের সব আগে থেকেই সেট করা থাকে।' কেউ আবার লেখেন, 'কাজটা মোটেই ঠিক হল না।' তৃতীয় জন লেখেন, 'এবারের অন্যতম ভালো গায়ক ছিল। কী ভালো লাগত ওঁর গান শুনতে।'
ইন্ডিয়ান আইডল ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
আরও পড়ুন: লালন গীতির সঙ্গে কবীরের দোহা মিলেমিশে একাকার! শুভা মুদগলের কণ্ঠে 'স্পষ্ট বাংলা' শুনে অভিভূত নেটপাড়া