ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল শ্রেয়া ঘোষালের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিশাল দাদলানি এবং বাদশা। কিন্তু কেন? কী এমন ঘটল এই রিয়েলিটি শোয়ের মঞ্চে।
আরও পড়ুন: মহাকুম্ভে ডুব দিয়ে যোগী প্রশাসনের প্রশংসা, এবার বাংলার ত্রিবেণীতে এসে কী বললেন রচনা?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে?
এদিন সোনি চ্যানেলের তরফে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মিশমি বসু চিকনি চামেলি গানটি গাইছেন অগ্নিপথ সিনেমা থেকে। তাঁর সঙ্গে পুরুষ কণ্ঠে হিসেবে সঙ্গত দিচ্ছেন প্রিয়াংশু দত্ত। এরপরই দেখা যায় শ্রেয়া ঘোষাল তাঁর গানের প্রশংসা করে ওঠেন। বলেন, 'ইলেকট্রিফাইং, আগুন লাগিয়ে দিলে।' তারপর গায়িকাকে মঞ্চে উঠে গিয়ে মিশমির সঙ্গে গলা মেলাতে দেখা যায়। শুধু তাই নয় সুরের সঙ্গে রীতিমত খেলা করেন তিনি। আর সেটা দেখেই মুগ্ধ হয়ে শ্রেয়াকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাদশা। বিশাল দাদলানি মাটিতে বসে পড়ে প্রণাম করেন গায়িকাকে।
এদিন বিশালকে বলতে শোনা যায়, 'এই যে দেবী দেখছেন, উনি আসলেই দেবী।' জবাবে শ্রেয়া বলেন, 'এই শোয়ে এসে এত মজা হয়। এঁরা সবাই এত গুণী মানুষ, কিন্তু এখানে সবাই বাচ্চাদের মতো ব্যবহার করে।' পাল্টা জবাব দিতে ছাড়েন না বিশালও। তিনি বলেন, 'আমরা অনেক ভালো ভালো কাজ করেছি ঠিকই। কিন্তু আপনি যেখানে আছেন ওখানে আমার এভাবে বসেই মাথা ঝোঁকাতে হবে।'
শুধু শ্রেয়ার তারিফ নয়, এদিন তাঁর এবং মিশমির গানের তালে সমস্ত প্রতিযোগী তো বটেই বিশাল এবং বাদশাকেও নাচতে দেখা যায় মঞ্চে। মুগ্ধ হন বিশেষ অতিথি গোবিন্দা এবং নীলম। অভিনেতাকে মিশমির উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'কী দারুণ গাইলে! দারুণ!'
আরও পড়ুন: '২০২৫ -এর সেরা আদর', ছেলের জন্মের মাস ঘোরেনি, এর মধ্যেই একরত্তির ছবি পোস্ট রূপসার
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।