ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে এবারের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী হলেন বাংলার প্রিয়াংশু দত্ত। কিন্তু সাম্প্রতিক একটি পর্বে তাঁর বেশ বকা শুনতে হল অরিজিৎ সিংকে লাগাতার অনুকরণ করার জন্য। বিশাল দাদলানি তাঁকে এদিন রীতিমত হুঁশিয়ারি দেন। একই সুর শোনা যায় শ্রেয়া ঘোষালের গলাতেও।
আরও পড়ুন: ভাঙাচোরা নয়, স্পষ্ট বাংলায় ছাবার প্রচার ভিকির! কলকাতায় এসেই গেলেন কোথায় কোথায়?
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ তে?
গত শনিবারের পর্বে প্রিয়াংশু দত্ত রকি অর রানি কি প্রেম কাহানি ছবি থেকে ভে কামলেয়া গানটি গান। সেটা শোনার পরই শ্রেয়া ঘোষাল বলে ওঠেন, 'এই গানটা ইমোশনালি ভীষণ রিচ। শুনেই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তুমি সাধারণত অরিজিৎ সিংয়ের গান চুজ করো। আমার ভালো লাগে যে তুমি খালি ওর টেক্সচারকে নকল করো না, ইমোশনগুলোকেও সুন্দর ভাবে ধরো। একজন শিল্পীর থেকে এভাবে অনুপ্রেরণা পাওয়া ভীষণ ভালো জিনিস। কিন্তু তোমার নিজের গলাও আছে। সেটাও সুন্দর।' একই সঙ্গে তিনি এদিন বলেন, 'ভীষণ ভালো লাগল। শেষের আলাপটা গানে ছিল না। কিন্তু তুমি করলে। তবে সুর একটু কেঁপেছে। নইলে ভালো হয়েছে।'
অন্যদিকে বিশাল এদিন তাঁকে রীতিমত হুঁশিয়ারি দেন অরিজিৎ সিংয়ের গানকে এতটা নকল করার জন্য। বলেন, 'আপনাকে যখন কমেন্ট দিচ্ছে তখন অন্য কারও নাম উঠে আসছে বারবার সেটা কিন্তু আপনার জন্য ভালো কথা নয় একজন গায়ক হিসেবে। যদিও অরিজিৎ একজন বিশাল বড় মাপের গায়ক, শিল্পী। কিন্তু তোমার মধ্যেও সেই ক্ষমতা আছে যে তুমি তোমার নামে, তোমার গুণে পরিচিত হও। ঠিক আছে?' এরপর এদিন শ্রেয়া ঘোষালের সঙ্গে প্রিয়াংশুকে এই গানটি গাইতে শোনা যায়।
আরও পড়ুন: পরিচালক ছাড়াই শুরু শ্যুটিং! বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'বাঘা বাঘা শ্যুটিং কি আজ থেকে গুপি শ্যুটিং?'
আরও পড়ুন: শ্যুটিং বন্ধের সিদ্ধান্ত পরিচালকদের, ফেডারেশনের সভাপতি স্বরূপ বলছেন, ‘এটা পরিকল্পিত ষড়যন্ত্র’
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।