ইন্ডিয়ান আইডলে অডিশন দিয়েছিলেন। কিন্তু সিলেক্ট হননি। আর সেই বিশাল মিশ্র এদিন নিজের যোগ্যতায় এতটাই খ্যাতি অর্জন করেছেন যে প্রতিযোগী নয়, সোজা বিশেষ অতিথির আসনে এসে বসলেন। তাঁর গাওয়া গান গাইলেন প্রতিযোগীরা। তবে তাঁকে ছুঁয়ে গেল এদিন প্রিয়াংশুর পারফরমেন্স। বাংলার ছেলের গলায় নিজের গান শুনে কেঁদে ফেলেন তিনি।
কী ঘটেছে এদিন ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে?
সম্প্রতি ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে অ্যানিম্যাল এবং বিশাল মিশ্র স্পেশ্যাল পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই বাংলার অন্যতম প্রতিযোগী প্রিয়াংশু দত্ত কবীর সিং ছবিটি থেকে ক্যায়সে হুয়া গানটি গেয়ে শোনান। তাঁর গান গাওয়ার ধরন দেখে আবেগঘন হয়ে পড়েন বিচারকরা। শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি কেঁদে ফেলেন। বাদ যাননি বিশাল মিশ্রও। সকলে উঠে দাঁড়িয়ে হাততালি দেন। তাঁর সহপ্রতিযোগীরা ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরেন।
এদিন বিশাল নিজের কেরিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, তিনি একটি দোকানের বই থেকে নম্বর নিয়ে নিয়ে বিভিন্ন মিউজিক ডিরেক্টর, প্রডিউসারদের ফোন করতেন। এক ফোন করেন এ আর রহমানকে। তিনি ফোন ধরেনও। তবে জানান তাঁর ম্যানেজারের সঙ্গে কথা বলতে।
ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়া প্রসঙ্গে বিশাল হলেন, 'জীবনের বৃত্ত পূর্ণ হওয়া একেই বলে বোধহয়। ২০০৬ সাল থেকে আমি অডিশন দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমি জানি অনেকেই হয়তো এটা জানেন না। সবসময় আশা করতাম আমি নির্বাচিত হবো। কিন্তু হইনি। আর আজ আমি এখানে এই মঞ্চে জন্মদিনের কেক কাটছি। এটা একটা দারুণ অনুভূতি। এটার থেকে ভালো অনুভূতি হয় না।'
আরও পড়ুন: জয়ার ফোন এলেই নার্ভাস হয়ে পড়েন অমিতাভ! বললেন, 'বাংলায় কথা বললে বোঝার ভান করি, কিন্তু আদতে...'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।