দু-সপ্তাহ আগে অল্পের জন্য এলিমিনেশন এড়িয়ে ছিল অনুষ্কা, তবে রবিবারের এপিসোডে এলিমিনেশনের খাঁড়া এড়াতে পারল না বাংলার এই মেয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান আইডলের ট্রফি জয়ের দৌড় থেকে ছিটকে গেল নিউ আলিপুরের মেয়ে। সেরা ১০-এর তালিকায় জায়গা হল না অনুষ্কা পাত্রের।
নিজের গায়েকি দিয়ে শুরু থেকেই দর্শক এবং বিচারকদের মন জয় করে নিয়েছেন অনুষ্কা। সাম্প্রতিক এপিসোডেও 'প্যায়ার হামে কিস মোড় পে' গান গেয়ে বিশেষ অতিথি রীতেশ-জেনেলিয়া-সহ সব্বার মন জিতে নিয়েছিলেন অনুষ্কা। কিন্তু তবুও শেষ রক্ষা হল না।
দর্শকদের ভোট না পেয়ে পৌঁছে গিয়েছিল ‘বটম থ্রি’তে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল রবিবারের এপিসোডে কম ভোট পাওয়ার কারণে ‘ডেঞ্জার জোনে’ অনুষ্কার পাশাপাশি ঠাঁই হয় ঋষি সিং এবং কাব্য লিয়ামারা। চলতি বছরের সবচেয়ে পপ্যুলার প্রতিযোগী হিসাবে বিবেচিত ঋষি সিং। কীভাবে বিরাট কোহলির প্রিয় এই গায়ক ‘বটম থ্রি’তে গেল সেটাও মাথায় ঢুকছে না কারুর। এই তিন প্রতিযোগির মধ্যে থেকে কপাল পুড়ল বাংলার প্রতিযোগির।
শো থেকে বাদ পড়ার পর ভিডিয়ো বার্তায় অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা। এই জার্নিতে পাশে থাকার জন্য শুভাকাঙ্খীদের ‘থ্যাঙ্ক ইউ’ বলতে শোনা গেল অনুষ্কাকে। হেরে গেলেও সফর এখানেই শেষ নয়, স্পষ্ট জানালেন অনুষ্কা। বললেন, ‘জার্নি তো সবে শুরু হল। আপনারা এইভাবেই আর্শীবাদ আর ভালোবাসা দিতে থাকুন’। অনুষ্কার ভিডিয়োর কমেন্ট বক্স মন্তব্যের ঝড়। এক অনুরাগী লেখেন, ‘অসম্ভব! তোমার মতো একজন সুগায়িকা সেরা ১০-এ জায়গা পাবে না এটা হতে পারে? পুরো স্ক্রিপ্টেড শো, সবটাই নাটক’। অপর এক অনুষ্কা ভক্ত লেখেন, ‘তোমার সঙ্গে অন্যায় হয়েছে। তুমি সেরা ১০-এ জায়গা পাবার যোগ্য’।
ইন্ডিয়ান আইডলের সেরা ১৫-য় মোট ৭জন বাঙালি প্রতিযোগী ছিল, তবে সেরা ১০-এর লড়াইতে টিকে রইল মাত্র ৪জন বাঙালি প্রতিযোগী-সোনাক্ষী, দেবস্মিতা, বিদীপ্তা এবং সেঁজুতি। অনুষ্কা ছাড়াও আগেই ট্রফির দৌড় থেকে বাদ পড়েছেন প্রীতম এবং সঞ্চারী। এখন দেখার বাংলার বাকি চার প্রতিযোগী এইবার ইন্ডিয়ান আইডলের ট্রফি ঘরে আনতে সফল হয় কিনা!