বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian Idol 13: ‘এটা অন্যায়’, বাদ পড়ল বাংলার মেয়ে অনুষ্কা, ক্ষোভে ফুঁসছে ভক্তরা

Indian Idol 13: ‘এটা অন্যায়’, বাদ পড়ল বাংলার মেয়ে অনুষ্কা, ক্ষোভে ফুঁসছে ভক্তরা

অনুষ্কা পাত্র

Indian Idol 2022 Elimination: সঞ্চারী, প্রীতমের পর এবার ইন্ডিয়ান আইডলের দৌড় থেকে ছিটকে গেল বাংলার আরও এক প্রতিযোগী। অনুষ্কার এলিমিনেশন ঘিরে জোর বিতর্ক। 

দু-সপ্তাহ আগে অল্পের জন্য এলিমিনেশন এড়িয়ে ছিল অনুষ্কা, তবে রবিবারের এপিসোডে এলিমিনেশনের খাঁড়া এড়াতে পারল না বাংলার এই মেয়ে। হ্যাঁ, ইন্ডিয়ান আইডলের ট্রফি জয়ের দৌড় থেকে ছিটকে গেল নিউ আলিপুরের মেয়ে। সেরা ১০-এর তালিকায় জায়গা হল না অনুষ্কা পাত্রের।

নিজের গায়েকি দিয়ে শুরু থেকেই দর্শক এবং বিচারকদের মন জয় করে নিয়েছেন অনুষ্কা। সাম্প্রতিক এপিসোডেও 'প্যায়ার হামে কিস মোড় পে' গান গেয়ে বিশেষ অতিথি রীতেশ-জেনেলিয়া-সহ সব্বার মন জিতে নিয়েছিলেন অনুষ্কা। কিন্তু তবুও শেষ রক্ষা হল না।

দর্শকদের ভোট না পেয়ে পৌঁছে গিয়েছিল ‘বটম থ্রি’তে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল রবিবারের এপিসোডে কম ভোট পাওয়ার কারণে ‘ডেঞ্জার জোনে’ অনুষ্কার পাশাপাশি ঠাঁই হয় ঋষি সিং এবং কাব্য লিয়ামারা। চলতি বছরের সবচেয়ে পপ্যুলার প্রতিযোগী হিসাবে বিবেচিত ঋষি সিং। কীভাবে বিরাট কোহলির প্রিয় এই গায়ক ‘বটম থ্রি’তে গেল সেটাও মাথায় ঢুকছে না কারুর। এই তিন প্রতিযোগির মধ্যে থেকে কপাল পুড়ল বাংলার প্রতিযোগির।

শো থেকে বাদ পড়ার পর ভিডিয়ো বার্তায় অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন অনুষ্কা। এই জার্নিতে পাশে থাকার জন্য শুভাকাঙ্খীদের ‘থ্যাঙ্ক ইউ’ বলতে শোনা গেল অনুষ্কাকে। হেরে গেলেও সফর এখানেই শেষ নয়, স্পষ্ট জানালেন অনুষ্কা। বললেন, ‘জার্নি তো সবে শুরু হল। আপনারা এইভাবেই আর্শীবাদ আর ভালোবাসা দিতে থাকুন’। অনুষ্কার ভিডিয়োর কমেন্ট বক্স মন্তব্যের ঝড়। এক অনুরাগী লেখেন, ‘অসম্ভব! তোমার মতো একজন সুগায়িকা সেরা ১০-এ জায়গা পাবে না এটা হতে পারে? পুরো স্ক্রিপ্টেড শো, সবটাই নাটক’। অপর এক অনুষ্কা ভক্ত লেখেন, ‘তোমার সঙ্গে অন্যায় হয়েছে। তুমি সেরা ১০-এ জায়গা পাবার যোগ্য’।

ইন্ডিয়ান আইডলের সেরা ১৫-য় মোট ৭জন বাঙালি প্রতিযোগী ছিল, তবে সেরা ১০-এর লড়াইতে টিকে রইল মাত্র ৪জন বাঙালি প্রতিযোগী-সোনাক্ষী, দেবস্মিতা, বিদীপ্তা এবং সেঁজুতি। অনুষ্কা ছাড়াও আগেই ট্রফির দৌড় থেকে বাদ পড়েছেন প্রীতম এবং সঞ্চারী। এখন দেখার বাংলার বাকি চার প্রতিযোগী এইবার ইন্ডিয়ান আইডলের ট্রফি ঘরে আনতে সফল হয় কিনা!

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের সাহায্য পাবেন কারা? জানুন ১৫ অক্টোবরের রাশিফল অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আকাশে উড়তেই বোঝা গেল বড় বিপদ! কলকাতগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল দিল্লিতে 'গানের গলা অতটাও ভালো না…’ আলিয়ার গান গাওয়া নিয়ে কেন এমন বললেন করিনা? 'লাভ অ্যান্ড ওয়ার' কি সঙ্গমের রিমেক? এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় লীলা বানসালী দো পাত্তি: 'লেডি সিংঘম’ কাজল, ডবল রোলে কৃতি; শাহিরকে নিয়ে টানাটানি দুই যমজ বোনের 'যখন রতন টাটা বলেছিলেন এক লাখ টাকার ন্যানো বানাবো তখন, নীরবতা ভাঙলেন নীরা রাদিয়া ব্যাটার নাকি বোলার! ক্রিকেটে কাদের ভূমিকা বেশি? যুক্তি দিয়ে বোঝালেন গম্ভীর নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তনিমা সেন বললেন… মঙ্গলে শক্তি বাড়বে নিম্নচাপের, বৃষ্টি চলবে বাংলা, প্রবল বর্ষণ ও ঝড় হবে কোথায়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.