পবনদীপ রাজন আর অরুণিতা কাঞ্জিলালের ব্রেকআপের খবর নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমনকী, ‘অরুদীপ’ ফ্যান পেজেও এই নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন কেউ! অগস্টে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পরেও সব ঠিক ছিল। এমনকী, লন্ডনে যখন গেলেন তখনও একসাথে ছবি দিয়েছিল জুটি! হঠাৎ কী হল?
আজই মুক্তি পাচ্ছে পবনদীপের প্রথম মিউজিক ভিডিয়ো ‘ফুরসত’। যাতে গান গাওয়ার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। আর এখানে পবনের সাথে দেখা মিলবে দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লার। যদিও গানের গলা অরুণিতারই! শোনা যাচ্ছে, অরুণিতা কিছুতেই নাকি রাজি হননি পবনের সাথে ক্যামেরার সামনে আসতে। এমনকী, পরিচালকের হাজারবার বোঝানোর পরেও।
তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে তাহলে কি বিচ্ছেদ হল? এত জলদি রাস্তা আলাদা হয়ে গেল ইন্ডিয়ান আইডল জুটির! যদিও সূত্রের মতে, অরুণিতা একেবারেই সাবলীল নন ক্যামেরার সামনে। তাই অভিনয় করতে রাজি হননি। যদিও নতুন কিছু করার ঝুঁকি নিয়েছেন পবন।
বৃহস্পতিবার কানাডার রাস্তায় তোলা ‘গ্যাং ইন্ডিয়ান আইডল’র বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন অরুণিতা। ছবি শেয়ার করেছেন পবনদীপও। যেখানে দেখা যাচ্ছে পবনদীপকেও। আর দু'জনে বেশ হাসি মুখেই রয়েছেন। সেই ছবি সামনে আসতেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছে সকলে। কমেন্ট বক্সে জানতেও চেয়েছে, ‘তোমরা একসাথে আছো তো এখনও?’
পবনদীপ রাজন আর অরুণিতা কাঞ্জিলালের ব্রেকআপের খবর নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। এমনকী, ‘অরুদীপ’ ফ্যান পেজেও এই নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন কেউ! অগস্টে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পরেও সব ঠিক ছিল। এমনকী, লন্ডনে যখন গেলেন তখনও একসাথে ছবি দিয়েছিল জুটি! হঠাৎ কী হল?
আজই মুক্তি পাচ্ছে পবনদীপের প্রথম মিউজিক ভিডিয়ো ‘ফুরসত’। যাতে গান গাওয়ার পাশাপাশি তিনি অভিনয়ও করেছেন। আর এখানে পবনের সাথে দেখা মিলবে দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লার। যদিও গানের গলা অরুণিতারই! শোনা যাচ্ছে, অরুণিতা কিছুতেই নাকি রাজি হননি পবনের সাথে ক্যামেরার সামনে আসতে। এমনকী, পরিচালকের হাজারবার বোঝানোর পরেও।
তারপর থেকেই প্রশ্ন উঠতে থাকে তাহলে কি বিচ্ছেদ হল? এত জলদি রাস্তা আলাদা হয়ে গেল ইন্ডিয়ান আইডল জুটির! যদিও সূত্রের মতে, অরুণিতা একেবারেই সাবলীল নন ক্যামেরার সামনে। তাই অভিনয় করতে রাজি হননি। যদিও নতুন কিছু করার ঝুঁকি নিয়েছেন পবন।
বৃহস্পতিবার কানাডার রাস্তায় তোলা ‘গ্যাং ইন্ডিয়ান আইডল’র বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন অরুণিতা। যেখানে দেখা যাচ্ছে পবনদীপকেও। আর দু'জনে বেশ হাসি মুখেই রয়েছেন। সেই ছবি সামনে আসতেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছে সকলে। কমেন্ট বক্সে জানতেও চেয়েছে, ‘তোমরা একসাথে আছো তো এখনও?’|#+|