আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন লোকশিল্পী তথা ইন্ডিয়ান আইডল জুনিয়রের মঞ্চ কাঁপানো মৈথিলি ঠাকুর। জোর জল্পনার মাঝেই এই প্রসঙ্গে মুখ খুলেছেন গায়িকা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মৈথিলী ঠাকুর এই সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। জল্পনা জিইয়ে রাখলেন গায়িকা। সবটাই ‘দেখা যাক’ এমনটাই উত্তর এল তাঁর তরফে। ‘ভগবানের উপর ভরসা’ রয়েছে, ‘দেশের উন্নয়নে যা কিছু সম্ভব সব করব’, এই কথা জানিয়ে দিয়েছেন মৈথিলি।
সম্প্রতি ভারতীয় জনতা পার্টির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে দেখা করেন মৈথিলী ঠাকুর। বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা জল্পনা উস্কে দিয়েছে যে তিনি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে দ্বারভাঙ্গার একটি আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বিনোদ তাওড়ে রবিবার তার এক্স হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করেছেন। একটি পোস্টে, তাওদে বলেছেন, যার পরিবার ১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদবের আমলে বিহার ছেড়ে চলে গিয়েছিলেন, রাজ্যের অগ্রগতি প্রত্যক্ষ করার পরে তাঁরা ফিরে আসতে চান।
মৈথিলি নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে বলেন, ‘আমিও টিভিতে এসব কথা দেখেছি। সম্প্রতি আমি বিহার সফরে গিয়েছিলাম। সেখানে নিত্যানন্দ রাই এবং বিনোদ তাওড়ে-র সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমরা বিহারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি। এ মুহূর্তে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি। দেখা যাক কী হয়। আমি আমার গ্রামের নির্বাচনী এলাকা থেকে দাঁড়াতে চাই কারণ এর প্রতি আমার আসক্তি রয়েছে’।
মৈথিলি ঠাকুরের এই মন্তব্য রাজনৈতিক মহলে আগ্রহ জাগিয়ে তুলেছে, বিশেষ করে জল্পনার মধ্যে যে নির্বাচনের আগে বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করতে পারেন। নির্বাচনে তিনি কাকে সমর্থন করবেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, গায়িকা স্পিকটি নট। তিনি বলেন, ‘আমি এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। দেশের উন্নয়নে যতটুকু সম্ভব অবদান রাখতে আমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’
যদিও তাঁর রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এখনই স্পষ্টভাবে কিছু জানা যায়নি, তবে ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকার এই বক্তব্য বিহারের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনাকে উস্কে দিয়েছে।
কে এই মৈথিলী ঠাকুর? বিহারের মধুবনী জেলার বেনিপট্টির বাসিন্দা মৈথিলি ঠাকুরকে বিহারের 'স্টেট আইকন' হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভারতীয় শাস্ত্রীয় এবং লোকসঙ্গীতের একজন প্রশিক্ষিত কণ্ঠশিল্পী, বিহারের লোক ঐতিহ্যের প্রচারের জন্য তাকে ২০২১ সালে সংগীত নাটক আকাদেমি দ্বারা ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করা হয়েছিল। তিনি তাঁর বাবা এবং দাদার তত্ত্বাবধানে হিন্দুস্তানি শাস্ত্রীয় এবং লোকসঙ্গীতের পাশাপাশি হারমোনিয়াম এবং তবলা শিখেছেন। ইন্ডিয়ান আইডল জুনিয়রে অংশ নিয়েছেন মৈথিলি। বছর খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন মৈথিলি। তাঁর শিব স্তোত্রম শুনে মুগ্ধ হন প্রধানমন্ত্রী।
বিহার বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ২৪৩ টি বিধানসভা আসনের জন্য আগামী ৬ এবং ১১ নভেম্বর দুটি দফায় ভোটগ্রহণ হবে, ভোটের ফল ঘোষণা ১৪ই নভেম্বর।