শ্রেয়া ঘোষালের পর এবার কুমার শানু, চলতি ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র মঞ্চে বাংলার মেয়ে সেঁজুতির গানে মুগ্ধ হলেন কুমার শানু। সম্প্রতি রিয়ালিটি শোয়ে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই প্রতিযোগিদের গানে মুগ্ধ হন কুমার শানু। তবে তাঁর মন জয় করে নেন বাংলার সেঁজুতি। কুমার শানু বলেন, ‘তোমার মতো সঙ্গীতশিল্পী ভীষণ প্রয়োজন। ইন্ডাস্ট্রিতে মহিলা কম্পোজারের সংখ্যা খুবই কম, এটা জেনে ভালো লাগছে, তুমি গান গাওয়ার পাশাপাশি কম্পোজও করো। কম্পোজিশনের বিষয়টা মাথায় রাখছ জেনে খুবই ভালো লাগছে।’
এদিন কুমার শানু ছাড়াও হাজির ছিলেন অনুরাধা পাড়োয়াল। সেঁজুতি বলেন, তিনি ছোট থেকে কুমার শানু ও অনুরাধা পড়োয়ালের গান শুনে বড় হয়েছেন। অনুরাধা পড়োয়ালও সেঁজুতির সুরেলা কণ্ঠের প্রশংসা করেন।
প্রসঙ্গত, হাওড়ার বেলুড়ের মেয়ে সেঁজুতি দাস। একেবারেই গঙ্গার কাছে তাঁর বাড়ি। বলিউডের গানের পাশাপাশি সেমি ক্লাসিক্যাল গান গাইতে ভালোবাসেন তিনি। যদিও সবধরনের গানই তাঁকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে গাইতে শোনা গিয়েছে। বর্তমানে ইন্ডিয়ান আইডল ১৩-র মঞ্চে সবথেকে বেশি চর্চায় উঠে এসেছেন দুই প্রতিযোগী ঋি সিং ও সেঁজুতি দাস। গ্র্যান্ড ফিনালেতে তাঁরা জায়গা করে নেবেন বলে মনে করছেন দর্শকরা। তবে চলতি বছর ইন্ডিয়ান আইডলের মঞ্চ কাঁপাচ্ছেন বাঙালি কন্যারা।
শুধু সেঁজুতিই নন, সেরা ৮-এ জায়গা করে নিয়েছে বাংলার চার গায়িকা- সেঁজুতি দাস, বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং দেবস্মিতা রায়। প্রত্যেকেরই আইডল শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার মতোই বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজ করার স্বপ্ন দেখেন এঁরা। সম্প্রতি আবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছিলেন শ্রেয়া ঘোষাল। হিমেশ রেশনমিয়া এবং বিশাল দাদলানির মাঝে নেহা কক্করের মাঝে দেখা যায় শ্রেয়াকেও। পছন্দের গায়িকার সঙ্গে এক মঞ্চ শেয়ার করে নিয়ে সকলেই বেশ উত্তেজিত ছিলেন। জন্ম বাংলায় না হলেও মনেপ্রাণে বাঙালি শ্রেয়া, বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান।
যদিও ইন্ডিয়ান আইডলের মঞ্চ শ্রেয়ার কাছেও খুব চেনা। এর আগে এই শো-এর বিচারক হিসাবেও পাওয়া গিয়েছিল তাঁকে। তবে সম্প্রতি তিনি ফের ইন্ডিয়ান আইডলের মঞ্চে বিশেষ বিচারক হয়ে এলে গানের ফাঁকে প্রিয় গায়িকা শ্রেয়ার সঙ্গে চারজনে ফটোশ্যুট সারতে দেখা যায় সেঁজুতি-বিদিপ্তাদের। সেই ছবি শেয়ার করে সেঁজুতি লেখেন, ‘উফ… কী দুর্দান্ত একটা এপিসোড ছিল। যদি সময়টা ওখানেই থেমে যেত…শ্রেয়া ঘোষাল ম্যাম, আপনি আমার অনুপ্রেরণা ছিলেন, আছেন আর থাকবেন। মন থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি’।