ইন্ডিয়ান আইডলের মঞ্চে ফের একবার বাংলার ঝান্ডা পতপতিয়ে উড়ল। গত শনি ও রবিবারের এপিসোডে ঝাড়াই বাছাই পর্ব চলল, হল চুলচেরা বিশ্লেষণ। থিয়েটার রাউন্ডে শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও নীতি মোহনের অগ্নিপরীক্ষা পার করে সেরা ১৫-য় জায়গা করে নিল ৮জন বাঙালি সঙ্গীতশিল্পী। যার মধ্যে ৭জন পশ্চিমবঙ্গের।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র মঞ্চে সেরা পনেরো-তে জায়গা করে নিয়েছেন বাংলার সাত তারকা, যারা অনেকেই বাংলা গানের রিয়ালিটি শো-এর সুবাদে পরিচিত মুখ। রয়েছেন-শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, ময়ূরী সাহা, প্রিয়াংশু দত্ত, রঞ্জিনী সেনগুপ্ত এবং সৃজন পোরেল। এছাড়াও গুয়াহাটি, অসমের বাঙালি কন্যা মিশমি বসুও সেরা ১৫-তে নিজের জায়গা পাকা করেছে।
এক নজরে দেখুন সেই তালিকা-
এর বাইরে চৈতন্য দেবাধে, ইপ্সিত পাতি,জ্যোতিপ্রকাশ ওঝা, স্নেহা শঙ্কর,রিত্তিকা রাজ, অনিরুদ্ধ সুস্মরম এবং বাস্তব কুমারও সেরা ১৫-তে স্থান পেয়েছেন। অডিশন পর্ব থেকেই বাংলার একের পর এক গায়ক নজর কেড়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে।
শনিবারের এপিসোডেই টপ ১৫-তে জায়গা পাকা করেন খড়গপুরের পানওয়ালা শুভজিৎ চক্রবর্তী। পানওয়ালা-র গানওয়ালা হয়ে উঠবার সফর শুরু হয়েছিল সুপার সিঙ্গারের মঞ্চে। আঞ্চলিক রিয়ালিটি শো-এর গণ্ডি পেরিয়ে এবার সর্বভারতীয় মঞ্চে শুভজিৎ।
শুভজিতের দরদ ভরা কন্ঠে আমায় ডুবাইলি রে এবং ‘সুরিলি আঁখিওয়ালে….’র যুগলবন্দি বিচারকদের মুগ্ধ করে। কলকাতার মেয়ে রঞ্জিনী সেনগুপ্ত এইবার বিশেষ নজর কেড়েছন বিশাল দদলানির। পদার্থবিদ্যার প্রতি রঞ্জিনীর ভালোবাসা চোখে পড়ার মতো। থিয়েটার রাউন্ডে আশা ভোঁসলের গান গেয়ে সবার মন জিতেছেন তিনি। পিছিয়ে থাকেননি ময়ূরী, মানসীও।
জি বাংলা সারেগামাপা, সুপার সিঙ্গারের সুবাদে বাঙালি দর্শক আগেই চিনেছে ময়ূরীকে। ক্ল্যাসিক্যাল গানে সিদ্ধহস্ত ময়ূরী অডিশন রাউন্ডে ‘ভোর ভই তোরি বাট তকত পিয়া…’ গেয়ে তাক লাগিয়েছিলেন। এদিনও তার অন্য়থা হয়নি।
অডিশন রাউন্ডে বিচারকদের ‘ক্রেজি কিয়া রে’ গেয়ে পাগলপারা করেছিলেন বাংলা মেয়ে মানসী। থিয়েটার রাউন্ডেও মানসীর সোয়্যাগে মুগ্ধ সব্বাই। মার্ডার ২-এর ‘আ জারা করিব সে…’ গেয়ে মঞ্চ মাতালেন তিনি।
আজীবন সিঙ্গল থাকার শপথ নেওয়া সৃজন পোরেলও পৌঁছে গেছেন সেরা ১৫-তে। জনাইয়ের ছেলে বিশ্বরূপ আর তাঁর শিষ্য প্রিয়াংশু দত্তের মধ্যে লড়াই জোরদার হলেও শেষ পর্যন্ত দুজনকেই সেরা ১৫-তে জায়গা দেন বিচারকরা।
আইডলের সেরা ১৫-র এই তালিকায় বাঙালি সঙ্গীতশিল্পীদের বাড়বাড়ন্ত নিয়ে হিন্দি বলয়ের অনেকেই নাক সিঁটকেছেন, উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগও। তবে যোগ্যতম হিসাবেই সেরার তালিকায় স্থান হয়েছে তাঁদের, বলছেন ময়ূরী-সৃজন-শুভজিৎ-বিশ্বরূপদের ভক্তরা।