ক্রমশ ফাইনালের দিকে এগোচ্ছে ইন্ডিয়ান আইডল ১৫। ইতিমধ্যেই সেরা ৮-র তালিকা এসে গিয়েছে হাতে। নাম আছে স্নেহা শংকর, অনিরুদ্ধ সুস্বরম, মিশমি বসু, প্রিয়াংশু দত্ত, চৈতন্য মৌলি, মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, রাগিনী শিন্ডেদের। এরই মাঝে, সামনে এল একটি প্রোমো। তাতে দেখা গেল মানসীর গলায় গান শুনে, প্রশংসায় ভরাচ্ছেন দুই বিচারক শ্রেয়া ঘোষাল, বিশাল পাণ্ডেরা। কিন্তু বাংলার এই মেয়ের গায়িকি একেবারে পছন্দ হয়নি নেটিজেনদের। সমালোচনায় ভরল কমেন্টবক্স।
শ্রেয়ার জন্মদিন স্পেশাল এপিসোডের সম্প্রচার হচ্ছে চলতি সপ্তাহান্তে। ভিডিয়োতে দেখা গেল মানসী গাইছেন, ‘হা কোই তো বজা’ গানটি। করিনা ও শাহিদের সিনেমা ‘জব উই মেট’-এর গানটি এখনও সমানভাবে জনপ্রিয়। গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল নিজেই। সুর প্রীতমের।
দেখা যায়, মানসী তাঁর পারফরমেন্সের সময় বদলে দেন গায়িকির ঢঙ। গানটি পরিবেশনের সময় ঢোকান জ্যাস স্টাইল। আর তাতে শ্রেয়া মন্তব্য করেন, ‘মানসী এটা কী গাইল তুমি! আমি তো কোনোদিন ভাবিওনি জ্যাস ফরম্যাটে গাওয়া যেতে পারে…’ আর বিশাল কথার মাঝে বলে ওঠেন, ‘আমার তো মনে হয় প্রীতমও আশা করেনি এই গানের সঙ্গে এসব করা যায়। কেউ ভাবেনি কেউ না।’
দেখুন সেই ভিডিয়ো-
কিন্তু দেখা গেল, মানসীর পারফরমেন্সে একেবারেই খুশি নয় নেটিজেনরা। বিরূপ মন্তব্যে ভরে গিয়েছে কমেন্টবক্স। একজন লেখেন, ‘কেন ভাই কেন? সব গান এভাবে গাওয়ার দরকারটাই বা কি!’ আরেকজন লেখেন, ‘মানসী তোমার গলা ভীষণ সুন্দর। তবে এই গানটি তুমি নষ্ট করে ফেললে। এটা আসলে যেরকম, সেরকম গাইলেই শুনতে বেশি ভালো লাগত।’ অপর আরেকজন লিখলেন, ‘ভীষণ বাজে লাগছে শুনতে। আর সবচেয়ে অবাক হলাম শ্রেয়া নিজে তারিফ করছে। এর থেকেই বোঝা যায়, শো স্ক্রিপ্টেড’।
ইন্ডিয়ান আইডল প্রসঙ্গে:
ইতিমধ্যেই বাদ গিয়েছেন বাংলার ৪ সন্তান। সৃজন পোরেল, রঞ্জিনী সেনগুপ্ত, ময়ূরী সাহা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তবে তাতেও বাংলায় ট্রফি আসার স্বপ্ন ব্যর্থ হয়নি। কারণ এখনো কমপিটিশনে টিকে রয়েছেন প্রিয়াংশু দত্ত, মানসী ঘোষ ও শুভজিৎ চক্রবর্তী। এছাড়াও আরও এক বাঙালি রয়েছেন মিশমি, যদিও তিনি অসমের গুয়াহাটির বাসিন্দা। বিগত কয়েক সিজন ধরে বাংলার হাতে আসেনি ট্রফি, ফাইনালেও গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। দেখার ১৫ নম্বর সিজনে কী হয়।
শনি ও রবি রাত সাড়ে ৮টায় সোনি টিভিতে সম্প্রচার হচ্ছে ইন্ডিয়ান আইডল বর্তমানে।