সম্প্রতি সেলেনা গোমেজের সঙ্গে দেখা হয়েছিল এক ভারতীয় যুবকের। তিনি প্রথম মার্কিন অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলেন, তারপরই একটা আবদার করে বসেন। আবদার করেন জয় শ্রী রাম বলার। আর সেই কথা শুনে জবাবে কী বললেন তিনি?
কী ঘটেছে?
একটি ভিডিয়ো এদিন ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে পপ তারকা তথা মার্কিন অভিনেত্রী সেরেনা গোমেজের সঙ্গে এক ভারতীয় ব্যক্তি কথা বলছেন। সেলফি তুলছেন। তারপরই পপ তারকাকে রীতিমত চমকে দিয়ে সেই ব্যক্তি তাঁকে অনুরোধ করেন, 'জয় শ্রী রাম' বলার জন্য।
আরও পড়ুন: ইকলাখের খোলস ছেড়ে দেব এবার ‘শ্যাম’! দীপাবলির শুভেচ্ছা জানিয়ে খাদানের কোন আপডেট দিলেন?
কথাটা শুনে যখন মার্কিন অভিনেত্রী খানিকটা থতমত খেয়ে যান তখন সেই ব্যক্তি তাঁর ফের ব্যাখ্যা করে বলেন, 'ভারতের সেরা স্লোগান হল জয় শ্রী রাম।' তাঁর কথা শুনে অভিনেত্রী জপেন রাম নাম। সেলেনা সবটা শুনে উত্তরে খালি বলেন, 'ও, ধন্যবাদ হানি।'
এই ভিডিয়োটি প্রথমে শেয়ার করেন পল্লব পালিওয়াল নামক এক ব্যক্তি। তারপরই সেটা ভাইরাল হয়ে যায়। তিনি সেই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'আমাদের এক ফলোয়ার এদিন সেলেনা গোমেজের সঙ্গে দেখা করেন। তিনি জয় শ্রী রাম বলেন দিওয়ালির দিন।'tobe নেটিজেনরা কিন্তু মোটেই এই ভিডিয়োকে সমর্থন করেননি। বরং বিরোধিতা করেছেন। জানিয়েছেন সেই ব্যক্তির এই আচরণে তাঁরা ভারতীয় এবং হিন্দু হওয়ায় লজ্জিত বোধ করছেন।