২০ অক্টোবর, রবিবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে করওয়া চৌথ। এই দিনে খুব ভোরে (ভোর ৪-৫ টার মধ্যে) সারগি গ্রহণের পর সারাদিন নির্জলা উপবাস করে থাকেন ভারতীয় মহিলারা। তারপর সন্ধ্যেয় চাঁদ ওঠার পর চান্নি (চালনী) দিয়ে চাঁদ দেখে, তারপর স্বামীর মুখ দেখে তবেই জলস্পর্শ করেন মহিলারা। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী হাতের জল বা খাবার খান স্ত্রীরা। অনেক পুরুষদেরও স্ত্রীর সঙ্গে মিলে উপবাস করতে দেখা যায়।
সে তো নাহয় হল, তবে এদেশেরই এক বৃদ্ধএবার যাঁর জন্য করওয়া চৌথের ব্রত রেখেছিলেন, তা জানলে আপনিও হতবাক হবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বৃদ্ধর ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধ। তাঁর একহাতে চালুনি, অপরহাতের থালায় এক ঘটি জল। চালুনির মধ্যে আবার মঙ্গলপ্রদীপ রাখা। সেই বৃদ্ধ চালুনির মধ্যে দিয়ে চাঁদ দেখার পর সেটা ঘুরিয়ে দেওয়ালের দিকে দেখেন। সেখানে লাগানো ছিল পর্নস্টার মিয়া খালিফার ছবি। ছবির নিচে ধূপ লাগানো থাকতেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন-অঙ্কুশের কাণ্ডকারখানায় অবাক! মিমির প্রকাশ্য মন্তব্যে পাল্টা উত্তর দিতে ছাড়লেন না অভিনেতাও
আরও পড়ুন-‘মনে হল আমি কি বেঁচে আছি!…’ দেবরাজের কীর্তি ফাঁস করলেন 'রাই কিশোরী' অদিতি মুন্সি
‘গুরু জি’ নামে একটা এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে সেখানে। বহু নেটিজেন মশকরা করে নানান মন্তব্যও করেছেন। যদিও ভিডিয়োটি আদৌ সত্যি নাকি নেহাতই মজার ছলে বানানো, তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এক নেটিজেন ভিডিয়োর কমেন্ট সেকশনে লিখেছেন, ‘এত ভালোবাসা দেখে চোখে জল এসে গেল।’ কারোর কটাক্ষ, ‘বুড়ো বয়সে ভীমরতিরও সীমা থাকা উচিত’। কেউ আবার মিয়া খালিফার কান্নার ছবি পোস্ট করেছেন। কেউ মজা করে ওই বৃদ্ধের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনাকে সত্যিই করওয়া চৌথের শুভেচ্ছা জানাচ্ছি।’ কেউ আবার শুধুই হেসেছেন। কারোর মন্তব্য, ‘এই চাঁদ তো সময়ই বদলে দিয়েছে…’। এমনই অসংখ্য মন্তব্য উঠে এসেছে।