সম্প্রতি আম্বানিদের বিয়েতে এসেছিলেন বিশ্ব বিখ্যাত এক প্লাস্টিক সার্জন। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ডাক্তার রাজ কানোদিয়াও আমন্ত্রিত ছিলেন এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে। এদিন তাঁকে সোশ্যাল মিডিয়ায় একাধিক তারকাদের সঙ্গে ছবি ভাগ করে নিতে দেখা যায়।
আম্বানিদের বিয়েতে জনপ্রিয় প্লাস্টিক সার্জন
অনন্ত রাধিকার বিয়ের একাধিক ছবি এদিন পোস্ট করেন ডাক্তার রাজ কানোদিয়া। তিনি আম্বানিদের ডাকে সোজা লস অ্যাঞ্জেলেস থেকে মুম্বই উড়ে এসেছিলেন। এখানে বিয়ে বাড়ি উপভোগ করার ফাঁকে একাধিক তারকার সঙ্গে নিজস্বী তোলেন তিনি। সেগুলোই এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই বিষয়ে বলে রাখা ভালো, এই রাজ কানোদিয়ার ক্লায়েন্ট কিন্তু যে সে ব্যক্তিরা হন না। দেশ বিদেশের তারকারাই তাঁর কাছে আরও বেশি সুন্দর হতে, নিজেদের বদলাতে যান।
আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে টক্কর দিয়ে চিকনি চামেলির সুরে বরযাত্রী মাতিয়েছেন নীতা আম্বানি! নিমেষে ভাইরাল ভিডিয়ো
এদিন রাজ কানোদিয়া যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানে তাঁকে শাহরুখ খান থেকে শুরু করে জাহ্নবী কাপুর, কিম কার্দাশিয়ান, রাজকুমার রাও, প্রমুখের সঙ্গে ফ্রেম ভাগ করতে দেখা গিয়েছে। প্রসঙ্গত ক্লোয়ি কার্দাশিয়ান ওঁর ক্লায়েন্ট। তিনি তাঁর নাকের প্লাস্টিক সার্জারি রাজের থেকেই করিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল থেকে জানা গিয়েছে রাজ কানোদিয়া লস অ্যাঞ্জেলেসের সেরা রাইনোপ্লাস্টি সার্জন। কেবল ক্লোয়ি নন, ব্রিটনি স্পিয়ার্স, জেনিফার অ্যানিস্টন, প্রমুখরাও তাঁর ক্লায়েন্ট হন। ফলে তাঁর হাত যশ ঠিক কতটা সেটা বলার অপেক্ষা রাখে না।
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।