বাংলা নিউজ > বায়োস্কোপ > Indian woman Dance: শ্রেয়া ঘোষালের গানে বিদেশের মাটিতে জমিয়ে নাচ ভারতীয়র, মন্ত্রমুগ্ধ হয়ে কী করলেন বিদেশি দর্শকরা?

Indian woman Dance: শ্রেয়া ঘোষালের গানে বিদেশের মাটিতে জমিয়ে নাচ ভারতীয়র, মন্ত্রমুগ্ধ হয়ে কী করলেন বিদেশি দর্শকরা?

বিদেশে শ্রেয়া ঘোষালের গানে তুমুল নাচ ভারতীয় এই মহিলার, কী করলেন বিদেশি নাগরিকরা?

শ্রেয়া ঘোষালের বলিউড গানে ভারতীয় মহিলার নাচে মন্ত্রমুগ্ধ ভারতীয় মহিলারা। বিদেশে শ্রেয়া ঘোষালের গানে তুমুল নাচ ভারতীয় এই মহিলার, কী করলেন বিদেশি নাগরিকরা?

অনুষ্ঠানস্থল ডেনমার্ক, এক ভারতীয় নৃত্যশিল্পীর মন ছুঁয়ে যাওয়া পারফরম্যান্সের ভিডিও মানুষকে শিহরিত করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রেয়া ঘোষালের 'ওহ লা লা' গানে নাচছে নাতাশা শেরপা। তাঁর অন-পয়েন্ট এক্সপ্রেশন এবং নিখুঁত স্টেপ দর্শকদের মধ্যে অবিশ্বাস্য সাড়া ফেলে দিয়েছে। নাচের ভিডিয়ো দেখে মন্ত্রমুগ্ধ নেটিজেনরাও।

ভিডিয়োটি নিজেই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নাতাশা শেরপা। যেখানে বিদ্যা বালান অভিনীত বলিউডের ‘দ্যা ডার্টি পিকচার’-এর গানে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে উত্তর-পূর্ব ভারতের ওই মহিলাকে। নাচের সময় তাঁর সঙ্গী হয়েছে কয়েকজন বিদেশি যুবক। যা দেখে একপ্রকার অভিভূত সেখানে উপস্থিত বিদেশি দর্শকরা।

ভিডিয়ো পোস্ট করে নাতাশা শেরপা লিখেছেন, 'বলিউড আমার রক্তে' আছে। আর এখন এটা ওদের হৃদয়ে রয়েছে।' নাতাশা শেরপা ভিডিওটি পোস্ট করার সময় লিখেছেন, তিনি ডেনমার্কের রেড বুল ডান্স ইওর স্টাইল ন্যাশনাল ফাইনালে পারফর্ম করেছিলেন। আর এটা এমন একটা ইভেন্ট যা তিনি সঞ্চালনাও করেছেন। এই অনুষ্ঠানের উদ্যোক্তা সহ-উদ্যোক্তা, সহকর্মী নৃত্যশিল্পীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। নাচের এই ভিডিয়ো গায়িকা শ্রেয়া ঘোষালকেও ট্যাগ করেছেন নাতাশা।

ইতমধ্যেই ভিডিয়োটি আড়াই কোটিরও বেশি ভিউ হয়েছে। বহু মানুষ এই ভিডিয়োটির নিচে মুগ্ধ হয়ে কমেন্ট করেছেন। এই ভিডিয়ো দেখে গর্বিত বহু ভারতীয় নেটিজেন। এমনকি এই ভিডিয়ো দেখে বেশ কয়েকটি ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। যেখানে একটা আগুনের ইমোজি এবং একটা হার্টের ইমোজি রয়েছেন। ভিডিয়োর কমেন্টে এক নেটিজেন লিখেছেন, ‘এটি আজকের ইন্টারনেটের সেরা জিনিস।’ আরেকজন লিখেছেন, ‘ওঁর প্রতি পদক্ষেপ নিখুঁত। তৃতীয় একজন লিখেছেন, ’আপনি আমাদের হৃদয় চুরি করেছেন।' কারোর মন্তব্য ‘যতই দেখি, ততই আসক্ত হয়ে পড়ি।’

'ওহ লা লা' হল ২০১১ সালে মুক্তিপাওয়া 'দ্য ডার্টি পিকচার' ছবির গান যেটি লিখেছেন রজত অরোরা। গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী ও শ্রেয়া ঘোষাল। ছবিতে এই গানের চিত্রায়নে ছিলেন নাসিরুদ্দিন শাহ ও বিদ্যা বালান। 

প্রসঙ্গত নাতাশা শেরপা সোশ্যাল মিডিয়ায় বহু অনুগামী রয়েছে। তিনি অন্যান্য নৃত্যশিল্পীদের সহযোগিতায় নিয়মিত নাচের ভিডিয়ো পোস্ট করেন। ডেনমার্কে বলিউডের গানে এক ভারতীয় মহিলার নাচের এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কী?

বায়োস্কোপ খবর

Latest News

বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.