আরজি করের ঘটনার প্রতিবাদ হল এবার জাতীয় টিভিতে। ইন্ডিয়াজ বেস্ট ডান্সার ৪ রিয়েলিটি শো-র মঞ্চে নাচের মাধ্যমেই হল প্রতিবাদ। ‘জিতে হে চল’ গানে নৃত্য পিবেশন করেন প্রতিযোগী অর্জুন শাটে ও কোরিওগ্রাফার পঙ্কজ থাপা। দুজনের কেউই বাংলার নন। তবে বাংলায় ঘটে যাওয়া, এই নারকীয় ঘটনা যে ভিতর থেকে ক্ষতবিক্ষত করেছে দুজনকে, তা তাদের নাচেই স্পষ্ট।
বিচারকের আসনে ছিলেন টেরেন্স, গীতা ও করিশ্মা কাপুর। তিনজনই বাকরুদ্ধ হয়ে যান সেই নাচ দেখে। শুধু যে ধর্ষণের মতো জঘণ্য় ঘটনার নিন্দা করে, বিচার চাওয়া হয়েছে এই নাচে তা নয়। বরং আর্জি রয়েছে, শুধু ‘বেচি বাঁচাও, বেটি পড়াও’ বললে হবে না, বরং ছেলেদেরকে ‘পুরুষ’ বানানোর আগে, দেওয়া হোক মনুষত্বের পাঠ। তুমুল ভাইরাল এই ভিডিয়ো ক্লিপিংস। নেটিজেনরা ভরিয়েছেন প্রশংসায়। দেখুন-
৯ অগস্ট আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল কর্তব্যরত এক ডুনিয়র ডাক্তারের দেহ। যাকে মরদেহে মেলে নৃশংস অত্যাচারের প্রমাণ। করা হয়েছিল ধর্ষণ। ইতিমধ্যেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছে। এই ঘটনায় প্রমাণ লোপাটের দায় চেপেছে পুলিশ ও প্রশাসনের উপর। বর্তমানে তদন্ত করছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি ও আরজি করের সেই সময়ের অধ্যক্ষকে।
সরকারি হাসপাতালে চলা, সিন্ডিকেট রাজ, থ্রেট কালচারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। প্রায় ১ মাসের উপরে তাঁরা রাস্তায়। বর্তমানে পশ্চিমবাংলার স্বাস্থ্যব্যবস্থার উন্নতি চেয়ে তাঁরা স্বাস্থ্যভবনের সামনেই ধর্নায় বসেছেন, ৫ দফা দাবিতে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার। যে দিকে এখন গোটা দেশের চোখ।