বাংলা নিউজ > বায়োস্কোপ > স্যুট-বুট পরে ২০০ টাকায় লাল-সবুজ রঙের বমি বিক্রি! ‘ধুর মুখ পোড়া’, বলে উঠল কিরণ

স্যুট-বুট পরে ২০০ টাকায় লাল-সবুজ রঙের বমি বিক্রি! ‘ধুর মুখ পোড়া’, বলে উঠল কিরণ

ইন্ডিয়াস গট ট্যালেন্ট

সকলের সামনে রঙিন বমি করে বিচারকদের অবাক করলেন এক প্রতিযোগী। ভিডিয়ো দেখলে গা শিউরে উঠবে..

১৫ জানুয়ারি থেকে সোনি টেলিভিশনে প্রিমিয়ার হচ্ছে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন ৯’। বিভিন্ন প্রতিযোগীরা শো'তে এসে নিজেদের প্রতিভা প্রদর্শন করছেন। সম্প্রতি চ্যানেলের তরফে একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক প্রতিযোগী গোলা স্টল নিয়ে শো'এর স্টেজে প্রবেশ করছেন। ভিডিয়োর শুরুতের বিচারকদের তিনি জানান, বিশেষ উপায়ে এই গোলার জল তৈরি করেন তিনি। তাই এই গোলার দাম ২০০ টাকা। 

স্যুট-বুট পরা গোলা বিক্রেতাকে দেখে প্রথমেই চোখ ধাঁধাঁয় বিচারকদের। এরপরই ওই প্রতিযোগী নিজের প্রতিভা প্রদর্শন শুরু করেন। প্রথমে গ্লাসে করে রঙিন গোলার জল নিয়ে গট গট করে গিলে ফেলেন তিনি। এরপর বড় জগে করে সাদা জল গিলে নেন। এরপরই আসল খোলসা। যে জল তিনি গটগট করে খেয়েছিলেন, সেইটাই আবার সকলের সামনে জগের মধ্যে বমির মতো করে উগড়ে দেন।

মুখ থেকে জল বেরিয়ে আসতে দেখে বিচারক শিল্পার তো নাজেহাল দশা। বাদশা, মনোজ মুনতাসিরও হেসে কুটোপাটি। অভিনেত্রী কিরণ খের তো পঞ্জাবিতে বলে উঠলেন, ‘ধুর ফাটে মুহ’, যার বাংলা তর্জমা করলে হয় ‘ধুর মুখ পোড়া’। আর বলেন, ‘এখানে বসে তোমার গোলাপি, নীল সবুজ বমি আমি দেখতে পারব না’। 

প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, ‘ও ২০০ টাকায় বমি বিক্রি করছে। লিমিট আছে। স্যুট-বুট পরে রয়েছে’। অন্যদিকে, বাদশা মনোজকে মজার ছলে বলেন, এতটা মূত্রত্যাগ তো প্রতিদিনও করেননা তিনি, যতটা সে মুখের থেকে জল বের করছে। প্রতি শনিবার-রবিবার রাত ৮ টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের পর্দায় ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ সম্প্রচারিত হয়। ২০০৯ সালে প্রথমবার এই শো-এর সম্প্রচার শুরু হয়েছিল।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.