সারা বছর যে সমস্ত গান, পডকাস্ট সবথেকে বেশি মানুষের মধ্যে জনপ্রিয় হয়, সেই জনপ্রিয়তার ওপর ভিত্তি করে প্রতিবছর প্রকাশিত হয় স্পটিফাই রিপোর্ট কার্ড। ২০২৪ সালে এই তালিকায় কোন কোন গান এগিয়ে রয়েছে, জেনে নিন।
২০২৪ সালের তালিকা দেখলে বুঝতেই পারবেন এই বছর পাঞ্জাবি সংগীতের কদর ছিল সবথেকে বেশি। দিলজিত দোসাঁঝ, বাদশা, করণ আউজলা এঁদের গান সব থেকে বেশি শুনেছে মানুষ। পপ শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন জিন্না সোনহা, অনুভ জৈন, জসলিন রয়্যাল।
সব থেকে বেশি যাঁদের গান শুনেছেন মানুষ
১)অরিজিৎ সিং
২) প্রীতম
৩) এ আর রহমান
৪) শ্রেয়া ঘোষাল
৫) অনিরুদ্ধ রবি চন্দ্র
৬) শচীন জিগর
৭) অলকা ইয়াগ্নিক
৮) উদিত নারায়ণ
৯) অমিতাভ ভট্টাচার্য
১০) বিশাল শেখর
আরও পড়ুন: পুষ্পা ২-তে হিন্দু দেবদেবীর চিত্রায়নে আপত্তি? নারী বেশে আল্লুর ১৯ মিনিটের দৃশ্য বাদ সৌদি আরবে!
সব থেকে বেশি যে গানগুলি শোনা হয়েছে এই বছর
১) হুসন ( অনুভ জৈন)
২) অ্যানিম্যাল সিনেমার সাতরঙ্গা (অরিজিৎ সিং, শ্রেয়াস পুরাণিক, সিদ্ধার্থ ও গরিমা)
৩) সাজনি রে (লাপাতা লেডিস)
৫) আখিয়া গুলাব ( তেরি বাতো মে এইসা উলঝা জিয়া)
৬) ও মাহি (প্রীতম, অরিজিৎ সিং, ইরশাদ কামিল)
৭) ছালেয়া (অরিজিৎ সিং, শিল্পা রাও কুমার, অনিরুদ্ধ রবি চন্দর )
৮) তু হে কাহা ( আউর)
৯) আপনা বানা লে (শচীন-জিগার, অরিজিৎ সিং)
১০) ওয়ান লাভ (শুভ)
সব থেকে বেশি স্ট্রিমিং হয়েছে যে অ্যালবামের গান
১) অ্যানিম্যাল
২) কবির সিং
৩) আশিকি টু
৪) মেকিং মেমোরিজ
৫) রকি অর রানি কি প্রেম কাহানি
৬) লাভ আজ কাল
৭) স্টিল রোলিন
৮) এক থা রাজা
৯) মুসটেপ
১০) ইয়ে জওয়ানি হে দিওয়ানি
আরও পড়ুন: দুবাইয়ে বেড়াতে গিয়েও জিমে সময় কাটাচ্ছেন সারা! অ্যাডভেঞ্চার ট্রিপে সচিন-কন্যার সঙ্গী হলেন কে?
সর্বাধিক চর্চিত পডকাস্ট তালিকা ২০২৪
১) দ্যা রণবীর শো
২) দ্যা জয় রোগান এক্সপিরিয়েন্স
৩) রোটেন ম্যাংগো
৪) দ্যা রণবীর শো (হিন্দি)
৫) প্রেম কথা (বাংলা হরর পডকাস্ট)
৬) দা স্টোরিজ অফ মহাভারত
৭) রাজা শামানির ফিগারিং আউট
৮) দেশি ক্রাইম পডকাস্ট
৯) হরর পডকাস্ট (হিন্দি)
১০) ভাস্কর বোস (হিন্দি থ্রিলার পডকাস্ট)
মহিলা চালিত সেরা ৫ পডকাস্ট
১) মেডলি ইন কাধল
২) কল মি হোপফুল
৩) রিলাইন পডকাস্ট উইথ হিউম্যানস অফ বোম্বে
৪) কন্জাম থিংক পানালামা
৫) ডিনার পার্টি