বিশ্বের প্রথম AI নির্মিত মডেলদের বিউটি পেজেন্টের সেরা ১০ এ ভারতের জারা শতবরী। এই ডিজিটাল ক্রিয়েটর PCOS এবং অবসাদের বিরুদ্ধে লড়াই করেন। তিনি এছাড়া ভীষণ খেতেও ভালোবাসেন। শুধুই কি তাই, তিনি সমান ভাবে ঘুরতেও ভালোবাসেন। আর সাজ পোশাক নিয়ে যে তাঁর দারুণ জ্ঞান সেটা আর বলার অপেক্ষা রাখে না। ফলে সহজে বলতে গেলে তিনি স্বাস্থ্য, কেরিয়ারের এবং ফ্যাশন সবটা নিয়েই কাজ করেন। এবং তিনি একই ভাবে এই সব বিষয়ে তাঁর অনুরাগীদের ইনফ্লুয়েন্স করে থাকেন। এ হেন মডেল মিস AI প্রতিযোগিতায় সেরা ১০ এ জায়গা করে নিয়েছেন।
জারা শতবরীর একটি ওয়েবসাইট আছে ডিজিটাল ডিভা নামের। সেখানে তিনি ব্লগ লিখে থাকেন। কিন্তু কে তিনি? চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: প্রসেনজিতের ডাকে ‘অযোগ্য’র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে রাজ - অঙ্কুশের হাতাহাতি! তারপর....?
কে এই জারা শতবরী?
জারা শতবরী অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে Ai সংক্রান্ত সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি এবং অ্যানালিটিক্স শিখেছেন। তিনি PMH বায়োকেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ২০২৩ সালের জুন মাসে। এছাড়া তিনি ডিজিমোজোয় ২০২৩ সালের অগস্টে যোগ দেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং ট্যালেন্ট ম্যানেজার হিসেবে। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ৭৫০০ ফলোয়ার আছে। তিনি উত্তর প্রদেশের নয়ডার বাসিন্দা। এবং অবশ্যই তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। শতবরীকে তৈরি করেছেন রাহুল চৌধুরী। এই জারা মোট ১৩টি জিনিসে পারদর্শী, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, ব্র্যান্ড অ্যাওয়ার্নেস, ব্র্যান্ড অ্যাডভোকেসি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ক্রিয়েটিভ আইডিয়েশন, স্বাস্থ্য এবং ভালো থাকা নিয়ে কনসাল্ট করা ইত্যাদি।
প্রসঙ্গত এই প্রথম মিস AI প্রতিযোগিতায় যাঁরা প্রথম তিন স্থানে থাকবেন তাঁরা মোট ২০ হাজার ডলার পাবেন। আর যে বিজয়ী হবে তার নির্মাতা পাবেন ৫০০০ ডলার।