৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর ৩০ বছরে পা দিল এই চলচ্চিত্র উৎসব। শহরের ধনধান্য অডিটরিয়ামে বসেছিল চাঁদের হাট। আর সেখানেই এদিন আমন্ত্রণ থাকলেও ঢুকতে পারলেন না অস্কারে মনোনীত গানের সুরকার সায়ন গঙ্গোপাধ্যায় এবং ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়।
কী ঘটেছে?
সদ্যই প্রকাশ্যে এসেছে যে এবারের অস্কারের জন্য যে সেরা ৭৯ টি গানের তালিকা প্রকাশ্যে এসছে, যেখান থেকে শর্টলিস্ট হবে সেই তালিকায় জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি পুতুলের ইতি মা গানটি। এই গানটির সুরকার হলেন সায়ন গঙ্গোপাধ্যায়। গেয়েছেন ইমন চক্রবর্তী। এদিন ইন্দিরা এবং সায়নের আমন্ত্রণ ছিল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁদের কাছে আমন্ত্রণের কার্ড ছিল। ছিল মুখ্যমন্ত্রীর পাশে রিজার্ভড সিট। কিন্তু তাঁদের ভিতরে ঢুকতেই দেওয়া হল না এদিন। পারলেন না তাঁরা এদিনের এই অনুষ্ঠানে যোগ দিতে।
এদিন ধনধান্য অডিটরিয়ামের বাইরে যে পুলিশকর্মীরা ছিলেন তাঁরাই আমন্ত্রিত এই দুই শিলৌকে জানান ভিতরে ভীষণ ভিড় হয়ে গিয়েছে। অত্যন্ত ভিড়ের জন্যই আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সায়ন এবং ইন্দিরা যতই জানান যে তাঁদের কাছে কার্ড আছে, পুলিশকর্মীরা কোনও কথাই শুনতে চান না। তাঁদের তরফে বারবার জানানো হতে থাকে করিডোরে খুব ভিড়, সেই ভিড় ঠেলে ভিতরে যাওয়ার উপায় নেই। তাই তাঁদের কাছে আমন্ত্রণ কার্ড থাকা সত্ত্বেও তাঁরা প্রবেশ করতে পারলেন না এদিন। কার্ড হাতে সায়ন এবং ইন্দিরা দাঁড়িয়ে থাকেন বাইরেই।
তবে কেবল সায়ন বা ইন্দিরা নন। একাধিক আমন্ত্রিত অতিথিরা এদিন কার্ড থাকা সত্ত্বেও অনুষ্ঠানে ঢুকতে পারেননি। অতিথিরা প্রশ্ন তুলেছেন, তাঁরা যদি ভিতরে নাই ঢুকলেন তাহলে তাঁদের সংরক্ষিত আসনে বসলেন কারা? কেউ কেউ নিজের ভিতরে গিয়ে পরিস্থিতি যাচাই করার কথা বলেন। অনুরোধ করেন অন্য গেট দিয়ে ঢোকানোর। কিন্তু সেই অনুরোধেও কর্ণপাত করা হয়নি বলেই অভিযোগ।
আরও পড়ুন: কোনও সেফটি বেল্ট ছাড়াই বহুতল থেকে ঝাঁপ মারলেন উরফি! কী হল হঠাৎ, চিন্তায় ভক্তরা
আরও পড়ুন: সুইমস্যুটের আড়াল থেকে উঁকি মারছে 'নতুন ট্যাটু'! উষ্ণতা ছড়িয়ে নুসরত লিখলেন, 'রিয়েলিটি চেক!'
৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন প্রসঙ্গে
এদিন ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন দেব থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, প্রমুখ। হাজির ছিল টলিউডের একটা বিরাট অংশ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব, সৌরভ এবং শত্রুঘ্নকে পাশে নিয়ে প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ হাজির থাকতে দেখা যায় একাধিক বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীদের। ছিলেন দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী, মাধবী মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, প্রমুখ। হাজির ছিলেন শতাব্দী রায়, দেবলীনা কুমার, পাওলি দাম, সৌমিতৃষা কুন্ডু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।