কিছু মাস আগেই হইচই পড়ে যায়। জানা যায় অস্কারের সেরা অরিজিন্যাল গান বিভাগের লং লিস্টে ঠাঁই পেয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া ইতি মা গানটি। কিন্তু তারপর শর্ট লিস্টে আর জায়গা পায়নি পুতুল ছবির গান। তবে এবার এল আরও এক সুখবর। গান ঠাঁই না পেলেও এবারের অস্কারের দৌড়ে আছে ছবিটিই। প্রতিক্রিয়া জানালেন পরিচালক।
কী ঘটেছে?
এদিন একাডেমির তরফে সেরা ছবি বিভাগের মনোয়ন প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই আরও ৩৮ ছবির সঙ্গে জায়গা পাকা করেছে বাংলা ছবি পুতুলও। গত মাসেই বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবিটি। এর আগে এই ছবির গান ইতি মা অস্কারের লং লিস্টে জায়গা পেয়েছিল। ইমন চক্রবর্তীর গাওয়া গানটি সবার মন কাড়ে, কিন্তু শর্ট লিস্টে জায়গা পায় না। তবে এখন আবার এই ছবিটি অস্কারের দৌড়ে সামিল হওয়ায় গোটা টিম তো বটেই ইন্ডাস্ট্রির কাছে যে এ এক বিরাট আনন্দের খবর সেটা বলার অপেক্ষা রাখে না।
অস্কারের দৌড়ে ছবি মনোনীত হতেই কী জানালেন পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়?
এদিন ইন্দিরা ধর মুখোপাধ্যায় জানিয়েছেন, 'আমি একাডেমির এবং গোটা অস্কার কমিটির কাছে কাছে খুবই কৃতজ্ঞ আমার ছবিটাকে পছন্দ করার জন্য, আমার কাজ পছন্দ করার জন্য। আমার পরিচালনা, আমার লেখা পছন্দ করার জন্য। ছবিটা সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। একাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সবথেকে বড় ভ্যালিডেশন।'
তিনি এদিন আরও জানান, 'আমি ভুল না হলে প্রথমবার সেরা ছবি বিভাগে একটা বাংলা ছবি প্রতিযোগিতা করছে। আমি আমার দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি খুব কষ্ট করে ছবিটা বানিয়েছি। এটা আমার প্রথম ছবি। আর নতুন পরিচালক প্রযোজক হিসেবে বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারলাম, সিলেকশন করাতে পারলাম বলে এটা আমার কাছে একটা বড় ব্যাপার। আমি খুব খুশি। ছবি অনেক সময়ই বাইরে মুক্তি পায়, কিন্তু এই ছবিটা তার স্বীকৃতি পেল। আর অস্কার তো ছবির জগতে সর্বোচ্চ স্থানে রয়েছে, আর সেখান থেকে ছবিটা সম্মান পেল বলে আমি খুব খুশি।'
পুতুল ছবিটি প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে ছিলেন সায়ন গঙ্গোপাধ্যায়। অভিনয় করেছেন তনুশ্রী শঙ্কর, মুমতাজ সরকার, ভেনেসা, প্রমুখ। কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য প্রদর্শিত হয়।