গত ২০ বছর ধরে ডকুমেন্টারি ছবি তৈরি করছেন পরিচালক ললিতা কৃষ্ণা। উত্তর আমেরিকার বৃহত্তম ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল হট ডক্সে মর্যাদাপূর্ণ জীবনকৃতি সম্মান পেলেন ভারতীয়-কানাডিয়ান সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হয়ে।
টরেন্টের ললিতার কলকাতায় ছোট থেকে বেড়ে ওঠা। কানাডায় যাওয়ার আগে দিল্লির এক বিজ্ঞাপনী সেক্টরে কাজ করতেন তিনি। ডন হাইগ অ্যাওয়ার্ডের বিজয়ী হয়েছেন তিনি। কোভিড -১৯ প্রোটোকলের কারণে এ বছর কার্যত ১১ দিন দীর্ঘ জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের ২৮তম সংস্করণটি অনুষ্ঠিত হচ্ছে। রবিবার শেষ হয়।
হিন্দুস্তান টাইমসকে কৃষ্ণা জানিয়েছেন, এই পুরস্কারের মানে তাঁক কাছে বিশাল। অনেকটা বেশি সময় ধরে নিজেকে এই কাজে নিয়োগ করেছিলেন তিনি। তাই এটি এমন একটি নির্মাতার স্বীকৃতি দেয় যিনি বেশ কিছু সময়ের জন্য অবদান রেখেছিলেন।
গত ২০ বছর ধরে ডকুমেন্টারি ছবি তৈরি করছেন পরিচালক ললিতা কৃষ্ণা। উত্তর আমেরিকার বৃহত্তম ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল হট ডক্সে মর্যাদাপূর্ণ জীবনকৃতি সম্মান পেলেন ভারতীয়-কানাডিয়ান সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হয়ে।